শানুর স্ত্রী রীতা ভট্টাচার্য সেই সময় গর্ভবতী। সেই অবস্থাতেই তাঁকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন কুমার শানু। আর এই দাবি বারবার করে এসেছেন কুমার শানুর প্রথম পক্ষের ছেলে জান। তবে এবার শানু কথা বলেছেন তাঁর দুই মেয়েকে নিয়ে! ভারতী সিং ও হর্ষের একটি টক শোতে এসেছিলেন কুমার শানু! সেখানে এসে নিজের পরিবারের কথা খুলে বলেন তিনি! এই শোতে তিনি বলেন, “আমি খরচার কথা ভাবি না! সব কিছু করে যাই! আমার কলিগরাও বলে তুমি এরকম জীবন কী করে কাটাচ্ছো? আমাকে টাকা নিয়ে কখনও ভাবতেই হয়নি!”
advertisement
এরপর এই শোতেই তিনি বলেন, ” আপনি ভাবুন আমি এখানে থেকে আমার স্ত্রী ও দুই মেয়ের সব কিছু স্বাছন্দে করতে পারছি! আমার দুই মেয়েকে পড়াচ্ছি, বিদেশে গান শেখাচ্ছি। আমার বড় মেয়ে শানা (শ্যানন) বিদেশে গান শেখে! আর কার কাছে গান শেখে জানেন? ভাবুন আরিয়ানা গ্রান্ডের যে গানের শিক্ষক তাঁর কাছে গান শিখছে আমার মেয়ে! অন্যদিকে আমার ছোটমেয়ে অ্যানাবেল সে আরিজোনা বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়াশুনো করছে! বেভারলি হিলে আমার বাংলো বাড়ি আছে!” তারপরেই তিনি বলেন, “বিশ্বাস না হলে আমার বাড়িতে আসুন সব দেখতে পাবেন! আমি এত কিছু কী করে করছি জানেন? কারণ আমি ভাবিই না কাল কী হবে! সব উপর-ওয়ালা করে দিচ্ছেন। বলিউডের সবাই ভাবে আমি কী করে সব কিছু এত সুন্দর করে করছি!” তিনি আরও বলেন, “আমি যা করছি সব আমার কষ্ট করে আয় করা টাকায়! আমার গানের টাকা! আর বাকিটা উপর-ওয়ালার দয়ায়!”
আরও পড়ুন: দাঁত, ত্বক, পেটের সমস্যায় দারুণ কাজের বেকিং সোডা! জানুন ব্যবহারের সঠিক নিয়ম
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই নেটিজেনরা নানা প্রশ্ন করতে শুরু করেন! আজকাল কুমার শানুর গান হিন্দি সিনেমায় খুব একটা বা একেবারেই শোনা যায় না! বাংলা সিনেমাতেও তাঁকে গান গাইতে শোনা যায় না! তাহলে এই জীবন তিনি কী করে কাটাচ্ছেন? নেটনাগরিকরা এই প্রশ্ন তোলেন। বিদেশে এত খরচা কীভাবে চালাচ্ছেন কুমার শানুং? অনেকে তাঁর দুই মেয়ের নাম নিয়েও প্রশ্ন করেন! তবে কুমার শানু নিজের যে বিলাসবহুল জীবনের কথা বলছেন, তা তিনি কীভাবে করছেন তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনেই! আপাতত এই ভিডিও ভাইরাল!