মঞ্চে সলমন উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি বলেন, “আপনারা এ ভাবে চিৎকার করতে থাকুন। আমাকে কথা বলার সুযোগ দেবেন না। কারণ বলার আর কিছু নেই। আমার বলার কিছু নেই। সিনিয়ররাই সব বলে দিয়েছেন।” এর পরেই বাংলায় তিনি প্রশ্ন করেন, “কেমন আছ?” ‘ভাইজান’-কে উত্তর দিতে আরও একবার হর্ষধ্বনিতে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম।
advertisement
সলমন জানান, মাস কয়েক আগেই একটি কনসার্টের জন্য কলকাতায় আসেন তিনি। তখনই মমতার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানান। ‘দিদি’র অনুরোধ রাখতেই ফের এই শহরে আসার প্রতিশ্রুতি দেন সলমন। মঞ্চে সে কথা জানাতে গিয়ে বলে ওঠেন ‘ওয়ান্টেড’ ছবির সেই বিখ্যাত সংলাপ, ‘একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দিয়া…’।
আরও পড়ুন: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা
আরও পড়ুন: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার
এখানেই থেমে থাকেননি সলমন। তিনি বলেন, “যখন দিদি আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করেছিলেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যিই ওঁর বাড়িটা আমার বাড়ির থেকে ছোট কি না।” নিজের সেই কৌতুহলের উত্তর পেয়েছিলেন অভিনেতা। সে কথা জানালেন দর্শককেও। খানিক বিস্ময় জড়ানো গলায় বললেন, “আমি সত্যিই দিদিকে হিংসা করি। ওঁর বাড়ি আসলেই আমার বাড়ির থেকে ছোট। এটা ভেবে ঈর্ষা হয় যে, এমন বড় মাপের একজন মানুষের বাড়ি আমার বাড়ির থেকেও ছোট।”
কলকাতা থেকে চলচ্চিত্র, নিজের ভালবাসা, অনুভূতির কথা উজাড় করলেন সলমন। সঙ্গেই চলতে থাকল স্বভাবসিদ্ধ রসিকতা। ‘ভাইজান’-এর কথায় আপ্লুত সকলেই।