কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সেরা ছবির জন্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেল বুলগেরিয়ান ছবি ‘তারিকা’। ৫১ লাখ টাকার নগদ পুরস্কার পেল এই ছবি। সেই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন পানামার পরিচালক আনা এনডোরা তাঁর ‘বিলোভেড ট্রপিক’ ছবির জন্য।
৩০ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক বিভাগে এশিয়ান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল ’পুতুলনামা’। বেঙ্গলি প্যানারোমা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পেল ’ধ্রুবর আশ্চর্য জীবন’। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস বিভাগে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল ’নুক্কর নাটক’।
advertisement
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন বিখ্যাত পরিচালক তপন সিনহাকে নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। চলচ্চিত্র উৎসবে দেখানো হয় তাঁর একাধিক ছবি। বিখ্যাত পরিচালককে নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন মুনমুন সেন, মাধবী মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবিকা মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, লাবনী সরকার-সহ বহু চলচ্চিত্র শিল্পীরা।