‘ আই হ্যাভ সামথিং টু সে...’ এই নামেই পরিচালক মুকেশ শর্মা তৈরি করেছেন অমিতাভ বচ্চনকে নিয়ে একটি তথ্য চিত্র ৷ যে ছবিতে উঠে আসবে অমিতাভের ফিল্ম কেরিয়ার, জীবন নিয়ে নানা কথা ৷ আর এই ছবি তৈরি হয়েছে বিগ বি-র সঙ্গে সাক্ষাৎকার ও অভিজ্ঞতার ওপর নির্ভর করেই ৷ প্রয়াত সাংবাদিক ও লেখক কে এ আব্বাসের লেখা সাক্ষাৎকার ও চিত্রনাট্যকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷
advertisement
তবে শুধু বিগ বি নয়, এবারের কলকাতা চলচ্চিত্রের ডকু ক্যাটাগরিতে দেখানো হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফিল্ম কেরিয়ার, সাক্ষাৎকার নিয়ে তৈরি হওয়া তথ্য চিত্র ৷ তথ্য চিত্রের নাম ফর সিনেমা অনলি ৷ তথ্য চিত্রটি তৈরি করেছেন মিতালি ঘোষ ও সম্রাট ৷ চলচ্চিত্র উৎসবে তথ্য চিত্র বিভাগে দেখানো হবে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে নিয়ে নিয়ে তৈরি তথ্য চিত্রও ৷ যেখানে উঠে আসবে ঋতুপর্ণ ঘোষের ছবি তৈরির শৈলী, প্রেক্ষাপটই৷ তথ্য চিত্রের নাম সন্ধের পাখি ৷ পরিচালক সঙ্গীতা দত্ত ৷