সম্প্রতি বলিউড সূত্রে খবর, করণ জোহর আমির খান ও শাহরুখ খানকে সিজন সেভেনে অতিথি হয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। যদিও আমির বা শাহরুখ আলাদা আসবেন না নাকি একসঙ্গে, তা জানা যায়নি। বলিউড জোর গুঞ্জন, আমির খান ইতিমধ্যেই হ্যাঁ বলে দিয়েছেন। নিজের পরের ছবি 'লাল সিং চাড্ডা'-র প্রচারের জন্যেই কফি উইথ করণে আসবেন আমির খান।
advertisement
আরও পড়ুন: পাসপোর্টের একাধিক পাতা ছেঁড়া, গ্রেফতার যুবক! কারণ শুনলে চমকে যাবেন
করণ জোহর সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই আমিরের আসার কথা স্বীকার করেছেন। যদিও শাহরুখ খানকে এবার দেখা যাবে না বলেই জানিয়েছেন করণ। তিনি জানিয়েছেন, শাহরুখ খান পাঠানের শ্যুটিং নিয়ে খুবই ব্যস্ত। তার পাশাপাশি মিডিয়ার সম্মুখীন হতে এখনও তৈরি নন তিনি। বড় ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেফতারির পর থেকেই মিডিয়াকে এড়িয়ে চলছেন শাহরুখ। কাজের বাইরে কখনওই তাঁকে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: অ্যাস্থমা ও অ্যালার্জির সমস্যা সন্তানের? ডায়েটে এই ভিটামিন রাখছেন তো?
শোনা গিয়েছে, শাহরুখ খান না এলেও, কফি কাউচে দেখা যেতে পারে স্ত্রী গৌরী খানকে। বান্ধবী মহিপ কাপুর ও ভাবনা পান্ডের সঙ্গে আসতে পারেন গৌরী। দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও ভিকি কৌশলকেও। এবারের অতিথি তালিকায় নাম নিশ্চিত রয়েছে অনন্যা পান্ডে, অক্ষয় কুমার, বিজয় দেবরোকোন্ডা, সামান্থা রুথ প্রভু, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর ও সারা আলি খানের।