রাহুল-আথিয়া নিজেদের সম্পর্ক নিয়ে যেমন কোনও দিন মুখ খোলেননি, একই ভাবে খুব বেশি লুকোছাপা করতেও দেখা যায়নি তাঁদের। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে পোস্ট করেছেন। বিরুষ্কার সঙ্গে ক্রিকেট সফরে বিদেশে উড়ে যেতে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী আথিয়াকে।
advertisement
তিন দিনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অবশ্যই তাঁদের ফোন বন্ধ রাখতে হবে। বিয়ের স্থান থেকে কোনো ছবি এবং ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের। বিয়ের কিছুদিন পর রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে মুম্বইয়ে। সেখানে বলিউড ও ক্রিকেট জগতের তারকারা আমন্ত্রিত থাকবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কেএল রাহুল-আথিয়ার বিয়েতে বলিউড-ক্রিকেটারদের নো এন্ট্রি! থাকবেন কারা!
আরও পড়ুন: আমন্ত্রিতদের নিয়মাবলী থেকে যাবতীয় খুঁটিনাটি, কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের সব তথ্য এক ঝলকে
কিন্তু বিয়ের পর দুই তারকারই একাধিক কাজ হাতে। অভিনেত্রী এবং ক্রিকেটার নিজের কাজ না সেরে কোথাও বেড়াতে যেতে পারবেন না বলে শোনা যাচ্ছে। আর তাই বিয়ে ধুমধাম করে করলেও এখনই হানিমুন বা মধুচন্দ্রিমায় যেতে পারবেন না যুগলের। সামনেই বর্ডার-গাভাস্কার ট্রফি, তার জন্য টিম ইন্ডিয়ায় যোগ দেবেন রাহুল। অন্যদিকে নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ততা বাড়বে।