TRENDING:

KL Rahul Athiya Shetty Wedding: বিয়ে করবেন, হানিমুনে 'না'? হবু দম্পতি রাহুল-আথিয়ার এমন সিদ্ধান্ত কেন!

Last Updated:

KL Rahul Athiya Shetty Wedding: তিন দিনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অবশ্যই তাঁদের ফোন বন্ধ রাখতে হবে। বিয়ের স্থান থেকে কোনো ছবি এবং ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। বরযাত্রীদের আহ্বান জানানোর পর্ব শুরু হয়ে গিয়্ছে। সুনীলের  খান্ডালা বাংলোতে বসেছে বিয়ের আসর। বিকেল ৪টে নাগাদ বিয়ের লগ্ন স্থির হয়েছে। তার আগের প্রস্তুতি চলছে জোর কদমে। কিন্তু তার আঁচ পেতে বেগ পেতে হচ্ছে পাপারাৎজি বা সাংবাদিকদের। কারণ দুই পরিবারের পক্ষ থেকে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে এই বিয়ে নিয়ে। গত ২১ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। রাহুল-আথিয়ার বিয়েতে দুই পক্ষের নিকট আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতেই হবে বিয়ে। মোট ১০০ জন আমন্ত্রিত বিয়েতে। শোনা গিয়েছে, ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের বিয়ের মতোই এখানেও সকলকেই মানতে হবে একাধিক নিয়ম।
রাহুল-আথিয়ার বিয়ে
রাহুল-আথিয়ার বিয়ে
advertisement

রাহুল-আথিয়া নিজেদের সম্পর্ক নিয়ে যেমন কোনও দিন মুখ খোলেননি, একই ভাবে খুব বেশি লুকোছাপা করতেও দেখা যায়নি তাঁদের। একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে পোস্ট করেছেন। বিরুষ্কার সঙ্গে ক্রিকেট সফরে বিদেশে উড়ে যেতে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী আথিয়াকে।

সুনীলের খন্ডালা বাংলা। ছবি: Viral Bhayani

advertisement

তিন দিনের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অবশ্যই তাঁদের ফোন বন্ধ রাখতে হবে। বিয়ের স্থান থেকে কোনো ছবি এবং ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে আমন্ত্রিত অতিথিদের। বিয়ের কিছুদিন পর রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে মুম্বইয়ে। সেখানে বলিউড ও ক্রিকেট জগতের তারকারা আমন্ত্রিত থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কেএল রাহুল-আথিয়ার বিয়েতে বলিউড-ক্রিকেটারদের নো এন্ট্রি! থাকবেন কারা!

advertisement

আরও পড়ুন: আমন্ত্রিতদের নিয়মাবলী থেকে যাবতীয় খুঁটিনাটি, কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ের সব তথ্য এক ঝলকে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু বিয়ের পর দুই তারকারই একাধিক কাজ হাতে। অভিনেত্রী এবং ক্রিকেটার নিজের কাজ না সেরে কোথাও বেড়াতে যেতে পারবেন না বলে শোনা যাচ্ছে। আর তাই বিয়ে ধুমধাম করে করলেও এখনই হানিমুন বা মধুচন্দ্রিমায় যেতে পারবেন না যুগলের। সামনেই বর্ডার-গাভাস্কার ট্রফি, তার জন্য টিম ইন্ডিয়ায় যোগ দেবেন রাহুল। অন্যদিকে নিজের ইউটিউব চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ততা বাড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KL Rahul Athiya Shetty Wedding: বিয়ে করবেন, হানিমুনে 'না'? হবু দম্পতি রাহুল-আথিয়ার এমন সিদ্ধান্ত কেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল