দেখা হয়েছিল৷ কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার৷ তিনিও উজাড় করে দিয়েছিলেন লাইভ পারফরম্যান্সে৷ কিন্তু কে আর ভেবেছিল এটাই অনুরাগীদের সঙ্গে তাঁর শেষ দেখা৷ ভিডিও-র ক্যাপশন তিনি দিয়েছিলেন ‘‘ক্যাচ মি লাইভ কলকাতা!!’’ তখন কে আর জানত তিনি এ বার সব ধরাছোঁওয়ার বাইরে চলে যাবেন৷
মঙ্গলবার নজরুল মঞ্চে পারফর্ম করার পর শহরের একটি নামী হোটেলে তিনি গিয়েছিলেন বলে জানা যাচ্ছে৷ তার পরই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ অসুস্থতা বাড়তে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ তাঁর দেহ পাঠানো হয় ময়নাতদন্তে৷ বুধবার তাঁর আরও একটি অনুষ্ঠান করার কথা ছিল বলে জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন : সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে
আরও পড়ুন : কেকে-র থেকে অনেক ভাল গান গাই! রূপঙ্করের মন্তব্যে বিতর্কের ঝড়, ট্রোল করলেন স্যান্ডিও
মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তারকা শিল্পী কেকে৷ অনুষ্ঠান থেকে হোটেলে ফিরে জানান, তাঁর অস্বস্তি বোধ হচ্ছে৷ হোটেলে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন অনুরাগীরা৷ এ ধরনের আব্দার তিনি সাধারণত ফেরান না৷ কিন্তু এদিন তিনি ছবি তুলতে পারেননি৷ এড়িয়ে যান৷ এই প্রথম এবং শেষ বার ভক্তদের আর্জি ফিরিয়ে দিলেন কেকে৷