TRENDING:

KK Video: ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা

Last Updated:

KK Video: দেখা হয়েছিল৷ কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার৷ তিনিও উজাড় করে দিয়েছিলেন লাইভ পারফরম্যান্সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : দীর্ঘ অতিমারি পর্বের পর কলকাতায় লাইভ অনু্ঠান৷ উত্তেজিত ছিলেন শিল্পী নিজেও৷ অনুষ্ঠানে থাকার জন্য ফেসবুক ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেকে৷ স্বভাবসিদ্ধ চেনা হাসি হাসি মুখে বলেছিলেন, ‘‘হাই, আমি কেকে৷ আমি ৩১ মে লাইভ পারফর্ম্যান্স করতে আসছি কলকাতার নজরুল মঞ্চে, ‘উৎকর্ষ ২০২২’-তে৷’’ তার পর গুরুদাস কলেজের এই অনুষ্ঠানে সামিল থাকার আমন্ত্রণ জানান তিনি৷ বলেন, ‘‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে৷’’
কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার
কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার
advertisement

দেখা হয়েছিল৷ কেকে-এর গান শোনার জন্য উপচে পড়েছিল জনজোয়ার৷ তিনিও উজাড় করে দিয়েছিলেন লাইভ পারফরম্যান্সে৷ কিন্তু কে আর ভেবেছিল এটাই অনুরাগীদের সঙ্গে তাঁর শেষ দেখা৷ ভিডিও-র ক্যাপশন তিনি দিয়েছিলেন ‘‘ক্যাচ মি লাইভ কলকাতা!!’’ তখন কে আর জানত তিনি এ বার সব ধরাছোঁওয়ার বাইরে চলে যাবেন৷

মঙ্গলবার নজরুল মঞ্চে পারফর্ম করার পর শহরের একটি নামী হোটেলে তিনি গিয়েছিলেন বলে জানা যাচ্ছে৷ তার পরই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ অসুস্থতা বাড়তে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ তাঁর দেহ পাঠানো হয় ময়নাতদন্তে৷ বুধবার তাঁর আরও একটি অনুষ্ঠান করার কথা ছিল বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন : সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে

আরও পড়ুন : কেকে-র থেকে অনেক ভাল গান গাই! রূপঙ্করের মন্তব্যে বিতর্কের ঝড়, ট্রোল করলেন স্যান্ডিও

সেরা ভিডিও

আরও দেখুন
সাপের ভয়ঙ্কর যম 'এটি'! ধীরে ধীরে কমছে সংখ্যা, বিলুপ্ত হলে বাড়বে মৃত্যু,কী বলছেন আধিকারিক
আরও দেখুন

মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তারকা শিল্পী কেকে৷ অনুষ্ঠান থেকে হোটেলে ফিরে জানান, তাঁর অস্বস্তি বোধ হচ্ছে৷ হোটেলে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন অনুরাগীরা৷ এ ধরনের আব্দার তিনি সাধারণত ফেরান না৷ কিন্তু এদিন তিনি ছবি তুলতে পারেননি৷ এড়িয়ে যান৷ এই প্রথম এবং শেষ বার ভক্তদের আর্জি ফিরিয়ে দিলেন কেকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Video: ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল