সারা দেশ আজও মনে রেখেছে তাঁর প্রথম অ্যালবাম পল (Pal)। সেটা ১৯৯৯ সালের কথা। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়ককে। প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডে(Bollywood) নিজের জায়গা পাকা করে ফেলেন কেকে। তড়প তড়প (Tadap Tadap) হোক বা আঁখো মে তেরি (Aankhon Mein Teri)-আজও হৃদয় দোলায় সেই অনুভব।
আজকের দিনে বড় বেশি করে মনে পড়ে কে কে এই সব রোমান্টিক গান। ফিরে যাওয়া যাক—
advertisement
১. পেয়ার কে পল—অ্যালবাম পল
২. তু আশিকী হ্যায়—অ্যালবাম ঝঙ্কার বিটস
৩. কেয়া মুঝে পেয়ার হ্যায়—উও লমহে
৪. ইয়ারো—অ্যালবাম পল
৫. তড়প তড়প কে ইস দিল—ছবি হাম দিল দে চুকে সনম
৬. আঁখো মে তেরি—ছবি ওম শান্তি ওম
৭. আলবিদা—ছবি লাইফ ইন ও মেট্রো
৮. তু যো মিলা—ছবি বজরঙ্গী ভাইজান
বাংলা ছবির জন্যও গান গেয়েছেন কে কে। তার মধ্যে অন্যতম কয়েকটি গান—
১. অ্যায় খুদা—ছবি পাসওয়ার্ড
২. আকাশের নীলে মেঘে ঢাকা তারা—ছবি ফান্দে পড়িয়া বগা কান্দে
আরও পড়ুন : ‘ব্যক্তিগত আক্রোশ থেকে নয়’, কেকে প্রসঙ্গে রূপঙ্করের পাশে দাঁড়ালেন দ্রোণ
আরও পড়ুন : ‘খুব শীঘ্রই তা হলে দেখা হচ্ছে’, দেখুন ফেসবুকে কেকে-এর শেষ ভিডিও বার্তা
বুধবার গায়কের পরিবারের লোকজন এসে পৌঁছেছেন কলকাতায়। তাঁরা শেষ বারের মতো নিয়ে যাবেন গায়ককে। কলকাতার বুকে থেকে গেল কে কে-র শেষ গান। শেষ সুর ভেসে বেড়াবে এই প্রাচীন শহরের অলিতে গলিতে হয়তো।