মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মেছিলেন কিশোর। জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন সেখানে। সেই শহরেই রয়েছে শিল্পীর বন্ধু প্রয়াত লালাজি শর্মার মিষ্টির দোকান। সেই দোকানে কিশোরের জন্য তাঁর প্রিয় জিলিপি তৈরি করতেন লালাজি। এত বছর পরেও জিলিপি তৈরির সেই ধারা বজায় রেখেন লালাজির নাতি বাদল শর্মা।
আরও পড়ুন: মায়ের জন্য ব্রা কিনতে গিয়েছিলাম, সেখানে বন্ধুরা যা করল…! করণ-হিরুর সমীকরণ যেন সমাজে অজানা
advertisement
আরও পড়ুন: রচনার কাছে হারলেন মৌনী! টক্কর দিতে পারলেন না মিঠুনও
এখনও সেই মিষ্টির দোকানে লালাজির পাশে শোভা পাচ্ছে কিংবদন্তি শিল্পীর ছবি। রোজ নিয়ম করে মালা পরানো হয় ছবিতে। নিয়ম করে প্রত্যেক সকালে দুধ-জিলিপির ভোগ দেওয়া হয় শিল্পীকে। বাদল জানান, কিশোর তাঁর দাদুর হাতের তৈরি জিলিপি খুবই ভালবাসতেন। যখনই তিনি দোকানে আসতেন, লালাজি নিজের হাতে জিলিপি তৈরি করে খাওয়াতেন শিল্পীকে।
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনোর পরেও সেই দোকানে আসতেন কিশোর। সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। শহরে এলে লালাজির দোকানেই আড্ডার আসন বসাতেন শিল্পী। আজও তাঁর স্মৃতি আঁকড়ে রয়েছে সেই দোকান।