অনুষ্ঠানটি আবার শ্রী শানমুখানন্দ চন্দ্রশেকারেন্দ্র সরস্বতী অডিটোরিয়ামে, অনুষ্ঠিত হয়েছে। থিজম ইভেন্টস ইন্ডিয়া, কলকাতা ভিত্তিক পঞ্চাশ বছরের পুরনো সংগঠন। এই গ্রুপের বিনোদন শাখা সর্বদা কিশোর কুমারের গুণগ্রাহী। কলকাতায় সাত বছর ধরে অনুষ্ঠিত বিখ্যাত ‘তোমায় পড়েছে মনে’ সিরিজের কনসার্টগুলি অমিত কুমার, বাপ্পি লাহিড়ী, অভিজিৎ ভট্টাচার্য, কুমার সানু, কবিতা কৃষ্ণমূর্তি-র মতো শিল্পীদের গানের মাধ্যমে কিশোর কুমারের জন্মদিনে এক অনন্য অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
advertisement
আরও পড়ুন: মায়ের জন্য ব্রা কিনতে গিয়েছিলাম, সেখানে বন্ধুরা যা করল…! করণ-হিরুর সমীকরণ যেন সমাজে অজানা
আরও পড়ুন: রচনার কাছে হারলেন মৌনী! টক্কর দিতে পারলেন না মিঠুনও
অমিত কুমার বলেন, “আমি এ বার একটু কম শোনা গান বেছে নিয়েছি। এমন অনেক গান আছে যেগুলো খুব ভাল কিন্তু কম শোনা যায়। আমার বাবা অমিতাভ বচ্চনের জন্য যে গানগুলো গেয়েছিলেন সুদেশ ভোঁসলে সেই গান গাইছেন, আর আমি গাইছি আমার বাবার অভিনীত ছবি থেকে, যেমন হুসন ভি হ্যায় উদাস,উদাস ফরেব ছবির গান। পড়োশনের মজার সোলো সঙ মেরে ভোলে বলম। এরকম অনেক গানের পিছনে অনেক গল্প আছে। সেগুলোও বলব। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
থিজম ইভেন্টস-এর অন্যতম পরিচালক রিতম সাহা বলেছেন, “এটি আমাদের সবচেয়ে গর্বিত উদ্যোগগুলির মধ্যে একটি। কলকাতায় বহুবার প্রশংসিত, গত বছর মুম্বইয়ে একটা দুর্দান্ত সাড়া পেয়েছিলাম। আশা করি এ বারও একটি দুর্দান্ত সাড়া পাবো।”