TRENDING:

আঙুলে ওয়েডিং রিং উধাও! ডিভোর্সের খবরে সিলমোহর কিম কার্দাশিয়ানের

Last Updated:

তা হলে কি ডিভোর্সের গুজবটাই সত্যি বলে প্রমাণিত করলেন কিম?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইর্য়ক: উঁহু! এটা ভেবে নেওয়া ভুল যে স্বামীকে ঘরছাড়া এবং কাছছাড়া করার পরে আরও বেশি দুরন্ত হয়ে উঠেছেন কিম কার্দাশিয়ান (Kim Kardashian)! ডাকসাইটে এই মডেল এবং অন্ত্রেপ্রেনার সোশ্যাল মিডিয়ার কী ছবিতে, কী ভিডিওয় বরাবরই বাঁধনছাড়া! তাঁর উদ্দাম যৌবনের ঝলক যেমন বহু পুরুষের চোখে ঘোর জাগায়, তেমনই কাতারে কাতারে নারীকে সম্মোহিত করে তোলে নিজস্ব ব্র্যান্ডের পোশাকে সেজে উঠতে। এবারেও তার ব্যতিক্রম হল না!
advertisement

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স-তারকা সেই কথাটা স্পষ্ট ভাবেই উল্লেখ করে দিয়েছএন। সাফ জানিয়েছেন যে এমন মোহময়ী সাজের কারণ একটাই- কিম হোসিয়ারির বাণিজ্যিক প্রচার। তিনি লিখেছেন যে চলতি বছরের ১৪ জানুয়ারি এই অন্তর্বাসের সম্ভার লঞ্চ করা হবে। কিমের কথায়- এবার তাঁর সংস্থা খেলা বদলে দিতে চলেছে। এই অন্তর্বাস না কি হবে দারুণ ভাবে টেঁকসই; বার বার পরলেও তার ইলাস্টিসিটি চট করে নষ্ট হয়ে যাবে না!

advertisement

https://www.instagram.com/p/CJ6YuWWgW0r/?utm_source=ig_web_copy_link

সে না হয় হল! কিন্তু ঈশ্বরের সামনে শপথ নেওয়া বিয়েটা যে টেঁকসই হল না কিম এবং তাঁর স্বামী কেনিয়ে ওয়েস্টের (Kanye West) জীবনে, তার কী? কিম যদিও সে সব নিয়ে ভাবার প্রয়োজন বোধ করছেন না। কেন না, দাম্পত্যের খেলাও যে তিনি বদলে দিয়েছেন, সেটা সাফ বুঝিয়ে দিয়েছে তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট। নতুন এই পোস্টের একটা ছবিতেও তাঁর আঙুলে ওয়েডিং রিং দেখা যাচ্ছে না! বোঝা যাচ্ছে সাফ- ওটা খুলে ফেলে সরিয়ে রেখেছেন তিনি।

advertisement

তা হলে কি ডিভোর্সের গুজবটাই সত্যি বলে প্রমাণিত করলেন কিম? এর আগে জানা গিয়েছিল যে কিম আর কেনিয়ে একসঙ্গে এক ছাদের তলায় থাকছেন না বহু দিন হয়ে গেল। এমনকি, তাঁরা এক শহরেও আর নেই! ছেলেমেয়েদের নিয়ে মায়ের সঙ্গে কিম থাকছেন লস অ্যাঞ্জেলসের বাড়িতে। অন্য দিকে, কেনিয়ে তাঁর মতো একা একা দিন কাটাচ্ছেন উইওমিংয়ের খামারবাড়িতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ঘনিষ্ঠমহলের দাবি- বাইপোলার ডিজিজে আক্রান্ত কেনিয়ের ম্যুড স্যুইং আর না কি সহ্য করতে পারছেন না কিম! কেনিয়ের উত্তেজনা, রাগ সবই না কি কিম এবং তাঁর সন্তানদের পক্ষে শারীরিক ভাবে ক্ষতিকর হয়ে উঠছে। যদিও কেনিয়ের দাবি- তিনি মানসিক ভাবে অসুস্থ নন, কিম এবং তাঁর মায়ের ধরাকে সরা জ্ঞান করার স্বভাব তাঁর মাথা ঠাণ্ডা থাকতে দেয় না!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আঙুলে ওয়েডিং রিং উধাও! ডিভোর্সের খবরে সিলমোহর কিম কার্দাশিয়ানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল