TRENDING:

জন্মদিনে কার দিকে তাকিয়ে আছেন সিদ্ধার্থ মালহোত্রা? কিয়ারার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

ছবিতে একে অপরের চোখে ডুব দিতে দেখা গিয়েছে তারকাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ বলিউড তারকা  সিদ্ধার্থ মালহোত্রার ৩৮তম জন্মদিন। তাঁর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বান্ধবি কিয়ারা আডবাণী। প্রসঙ্গত সম্পর্কে জড়িয়েছেন দুই তারকা এমনই কানা ঘুষো শোনা যাচ্ছে বলি পাড়ায়। এমন কী এ বছরই চার হাত এক করবেন সিদ্ধর্থ-কিয়ারা এমনই গুঞ্জন উঠেছে,  তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলননি দু'জনের কেউই।
advertisement

আজ ৩৮ তম জন্মদিনে সিদ্ধার্থের সঙ্গে কাটানো এক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন কিয়ারা। ছবিতে একে অপরের চোখে ডুব দিতে দেখা গিয়েছে তারকাদের। নীল আকাশের নিচে যেন কোথায় হারিয়ে গিয়েছেন দু'জনেই । ছবির ক্যাপশনেও সম্পর্ক নিয়ে রহস্য রেখেছেন অভিনেত্রী। ছবিটি পোস্ট করে লিখেছেন হে বার্থ ডে বয়, কোন দিকে তাকিয়ে আছ?

advertisement

আরও পড়ুন: নাকের গরণ, গায়ের রং নিয়ে কটাক্ষ, ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে নেটিজেনদের মনে রাজ করছেন এষা

ছবিতে যে কিয়ারার দিকেই তাকিয়ে আছেন অভিনেতা তা আর বুঝতে ভুল হয়নি নেটিজেনদের। তবে কি ছবির মধ্যে দিয়েই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী? সে নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২১ সালে 'শেরশাহ' সিনেমার পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে এই জুটি। কিয়ারার শেয়ার করা ছবিতে দু'জনকে একসঙ্গে দেখে বেশ উৎসাহিতই হয়েছেন নেটিজেনরা। তবে সম্পর্কের নিশ্চিত কোনও আভাস না পেলেও দুজনের চার হাত এক হওয়ার খবরের অপেক্ষায় দিন গুণছেন অনুরাগীরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
জন্মদিনে কার দিকে তাকিয়ে আছেন সিদ্ধার্থ মালহোত্রা? কিয়ারার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল