আজ ৩৮ তম জন্মদিনে সিদ্ধার্থের সঙ্গে কাটানো এক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন কিয়ারা। ছবিতে একে অপরের চোখে ডুব দিতে দেখা গিয়েছে তারকাদের। নীল আকাশের নিচে যেন কোথায় হারিয়ে গিয়েছেন দু'জনেই । ছবির ক্যাপশনেও সম্পর্ক নিয়ে রহস্য রেখেছেন অভিনেত্রী। ছবিটি পোস্ট করে লিখেছেন হে বার্থ ডে বয়, কোন দিকে তাকিয়ে আছ?
advertisement
আরও পড়ুন: নাকের গরণ, গায়ের রং নিয়ে কটাক্ষ, ট্রোলারদের বুড়ো আঙুল দেখিয়ে নেটিজেনদের মনে রাজ করছেন এষা
ছবিতে যে কিয়ারার দিকেই তাকিয়ে আছেন অভিনেতা তা আর বুঝতে ভুল হয়নি নেটিজেনদের। তবে কি ছবির মধ্যে দিয়েই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী? সে নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
২০২১ সালে 'শেরশাহ' সিনেমার পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে এই জুটি। কিয়ারার শেয়ার করা ছবিতে দু'জনকে একসঙ্গে দেখে বেশ উৎসাহিতই হয়েছেন নেটিজেনরা। তবে সম্পর্কের নিশ্চিত কোনও আভাস না পেলেও দুজনের চার হাত এক হওয়ার খবরের অপেক্ষায় দিন গুণছেন অনুরাগীরা।