TRENDING:

Kiara Advani-Sidharth Malhotra Wedding: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ

Last Updated:

Kiara Advani-Sidharth Malhotra Wedding: এতদিনের অপেক্ষার অবসান ঘটালেন তারকারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় ভাবে বিয়ে করলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়সলমীর: প্রকাশ্যে এলেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। নতুন দম্পতি নিজেদের বিয়ের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। এতদিনের অপেক্ষার অবসান ঘটালেন তারকারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় ভাবে বিয়ে করলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
সিদ্ধার্থ-কিয়ারা
সিদ্ধার্থ-কিয়ারা
advertisement

মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না।

বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হাঁ করে বসে রয়েছেন ভক্তরা। কোথায় তাঁদের ছবি? কখন নবদম্পতি হিসেবে প্রকাশ্যে আসবেন সিড-কিয়ারা? ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে রাত সাড়ে ১০টার পর দম্পতির সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করে উঠল তাঁদের ছবি।

advertisement

সমস্ত রীতি আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন তাঁরা। দিল্লি থেকে রাজস্থান পৌঁছেছে বরযাত্রীর ব্যান্ড পার্টি। উচ্চস্বরে গান শোনা গিয়েছে প্যালেসের বাইরে। কিন্তু আভাস পাওয়া গেলেও নাগাল পাওয়া যাচ্ছিল না দম্পতির বিয়ের। বেশ কয়েক ঘণ্টার পরেই এল ছবি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কোনও ছবিতে বর-কনে একে অপরকে করজোড়ে সম্মান জানাচ্ছেন। কোথাও তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। কোনও ছবিতে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন সিদ্ধার্থ। কোথাও আবার স্বামীর গালে চুম্বন এঁকে দিচ্ছেন কিয়ারা। ছবির সঙ্গে লেখা. 'এবার আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গিয়েছে। আমাদের এই যাত্রায় আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসা প্রয়োজন।'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani-Sidharth Malhotra Wedding: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল