TRENDING:

Kiara Advani and Disha Patani: ‘যোদ্ধা’-র প্রিমিয়ারে একসঙ্গে নজর কাড়লেন দিশা-কিয়ারা! যেন 'এমএস ধোনি'র রিইউনিয়ন, নেই কেবল সুশান্ত, নেই কেবল সুশান্ত

Last Updated:

Kiara Advani and Disha Patani: জমজমাট হয়ে উঠল সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি এবং রাশি খান্না অভিনীত ‘যোদ্ধা’ ছবির প্রিমিয়ার। তবে ‘যোদ্ধা’ ছবির প্রিমিয়ারে বিশেষ ভাবে নজর কাড়লেন কিয়ারা আডবাণী। আবারও একই মঞ্চে দেখা গেল কিয়ারা আর দিশাকে। প্রসঙ্গত এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘এমএস ধোনি’ ছবিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জমজমাট হয়ে উঠল সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি এবং রাশি খান্না অভিনীত ‘যোদ্ধা’ ছবির প্রিমিয়ার। স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরা। তবে ‘যোদ্ধা’ ছবির প্রিমিয়ারে বিশেষ ভাবে নজর কাড়লেন কিয়ারা আডবাণী। আসলে স্বামী সিদ্ধার্থের জন্যই সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। ফলে আবারও একই মঞ্চে দেখা গেল কিয়ারা আর দিশাকে। প্রসঙ্গত এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘এমএস ধোনি’ ছবিতে।
advertisement

ইনস্টাগ্রামে পাপারাৎজিদের শেয়ার করা ভিডিও-তে দেখা গিয়েছে, সিদ্ধার্থের সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে হেঁটে বেরিয়ে আসছেন কিয়ারা এবং দিশা। একটি বোল্ড সারা ড্রেসে দুর্ধর্ষ লাগছিল দিশাকে। অন্যদিকে নীল রঙা স্যুটে নজর কাড়লেন কিয়ারা। দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখে ভক্তরাও বেশ আবেগতাড়িত হয়ে পড়েন। কমেন্টে তারই প্রমাণ মিলল। অনেকেই বলেন যে, তাঁরা সুশান্ত সিং রাজপুতকে মিস করছেন। একজন লিখেছেন, “আমরা তাঁকে মিস করছি।” সঙ্গে একটি হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। অন্য একজন আবার লিখেছেন, “শুধু একজন মানুষের কথাই মনে পড়ছে এসএসআর।”

advertisement

আরও পড়ুন: ‘ওষুধের খরচ কে দেবে?’ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘এমএস ধোনি’। ওই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। এমনকী ওই ছবির হাত ধরেই ডেবিউ হয়েছিল দিশার। আর ‘এমএস ধোনি’ ছবির হাত ধরেই খ্যাতির শিখরে উঠে গিয়েছিলেন কিয়ারা আডবাণী। ছবিতে ক্রিকেট তারকা এমএস ধোনির প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন দিশা। অন্যদিকে ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ভূমিকায় দেখা গিয়েছিল কিয়ারাকে। যদিও ওই ছবিতে একই দৃশ্যে দুই অভিনেত্রীকে দেখা যায়নি। এমনকী ওই ছবির পরেও আর তাঁদের দুজনকে সেভাবে দেখা যায়নি।

advertisement

আরও পড়ুন: কিরণ রাওয়ের জন্যই কি ভাঙন ধরেছিল আমির-রিনার সম্পর্কে? মুখ খুললেন নায়কের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তবে আপাতত ‘যোদ্ধা’ ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ট্রেলার থেকে বোঝা যাচ্ছে যে, একটি বিমান হাইজ্যাক হয়েছে। এক বিমানসেবিকার ভূমিকায় দেখা যাবে দিশাকে। অন্যদিকে উদ্ধার অভিযানের পুরোভাগে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর রাশিকে দেখা যাবে সিদ্ধার্থের প্রেমিকার ভূমিকায়। ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani and Disha Patani: ‘যোদ্ধা’-র প্রিমিয়ারে একসঙ্গে নজর কাড়লেন দিশা-কিয়ারা! যেন 'এমএস ধোনি'র রিইউনিয়ন, নেই কেবল সুশান্ত, নেই কেবল সুশান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল