ইনস্টাগ্রামে পাপারাৎজিদের শেয়ার করা ভিডিও-তে দেখা গিয়েছে, সিদ্ধার্থের সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে হেঁটে বেরিয়ে আসছেন কিয়ারা এবং দিশা। একটি বোল্ড সারা ড্রেসে দুর্ধর্ষ লাগছিল দিশাকে। অন্যদিকে নীল রঙা স্যুটে নজর কাড়লেন কিয়ারা। দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখে ভক্তরাও বেশ আবেগতাড়িত হয়ে পড়েন। কমেন্টে তারই প্রমাণ মিলল। অনেকেই বলেন যে, তাঁরা সুশান্ত সিং রাজপুতকে মিস করছেন। একজন লিখেছেন, “আমরা তাঁকে মিস করছি।” সঙ্গে একটি হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। অন্য একজন আবার লিখেছেন, “শুধু একজন মানুষের কথাই মনে পড়ছে এসএসআর।”
advertisement
আরও পড়ুন: ‘ওষুধের খরচ কে দেবে?’ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাসন্তী চট্টোপাধ্যায়, যা বললেন ভাস্বর
২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘এমএস ধোনি’। ওই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। এমনকী ওই ছবির হাত ধরেই ডেবিউ হয়েছিল দিশার। আর ‘এমএস ধোনি’ ছবির হাত ধরেই খ্যাতির শিখরে উঠে গিয়েছিলেন কিয়ারা আডবাণী। ছবিতে ক্রিকেট তারকা এমএস ধোনির প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন দিশা। অন্যদিকে ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ভূমিকায় দেখা গিয়েছিল কিয়ারাকে। যদিও ওই ছবিতে একই দৃশ্যে দুই অভিনেত্রীকে দেখা যায়নি। এমনকী ওই ছবির পরেও আর তাঁদের দুজনকে সেভাবে দেখা যায়নি।
আরও পড়ুন: কিরণ রাওয়ের জন্যই কি ভাঙন ধরেছিল আমির-রিনার সম্পর্কে? মুখ খুললেন নায়কের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী
তবে আপাতত ‘যোদ্ধা’ ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ট্রেলার থেকে বোঝা যাচ্ছে যে, একটি বিমান হাইজ্যাক হয়েছে। এক বিমানসেবিকার ভূমিকায় দেখা যাবে দিশাকে। অন্যদিকে উদ্ধার অভিযানের পুরোভাগে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর রাশিকে দেখা যাবে সিদ্ধার্থের প্রেমিকার ভূমিকায়। ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি।