তথ্য সূত্রে খবর, সোমবার রাতের সঙ্গীতের পার্টি চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন বরের বাবা, সুনীল মালহোত্রা। হঠাৎই বমি হওয়া শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে ঘরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক এসে তাঁকে পরীক্ষা করে দেখেন। দু’ঘণ্টা টানা বিশ্রাম নেওয়ার পরেই তিনি সুস্থ বোধ করেন।
তার পরেই যুগল সিদ্ধান্ত নেন, হালকা করে গান বাজানো হবে। সেই পার্টি চলে রাত আড়াইটে পর্যন্ত। বাবার যত্ন নেওয়ার পাশাপাশি অতিথিদের জন্য অনুষ্ঠান চালু রাখেন সিদ্ধার্থ। যদিও এই খবরে শিলমোহর দেননি তারকাদের ঘনিষ্ঠদের কেউই।
গতকাল রাতের সঙ্গীতানুষ্ঠানে নাকি নাচ করেছেন প্রযোজক-পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর। করণ এবং শাহিদ নাকি ‘কালা চশমা’ গানে নাচ করেছেন। সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ছবির বিভিন্ন জনপ্রিয় গান চলেছে সারা রাত।
ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন সিড এবং কিয়ারা। বলিউড পেল নতুন তারকা দম্পতি। রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় ভাবে বিয়ে করলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।