TRENDING:

খড়কুটো-র শেষ এপিসোডে দারুণ চমক! মরে গিয়েও ফিরে আসবে গুনগুন!

Last Updated:

Khotkuto Serial ends: সিরিয়ালের শেষ দৃশ্যের আগে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন সৌজন্য-গুনগুন ওরফে কৌশক-তৃণা৷ দু’জনেই বললেন লাস্ট শট!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খড়কুটো (Khorkuto Serial) এবার শেষ হচ্ছে, তার আন্দাজ পেয়ে গিয়েছেন দর্শকরা৷ তবে শেষে গুনগুনের মৃত্যু নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে খড়কুটোর দর্শকদের মধ্যে৷ তারা বারবার প্রশ্ন তুলছিলেন যে কেন এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হল মিষ্টি স্বভাবের গুনগুনকে৷ হ্যাপি এন্ডিং-এর জন্য মুখিয়ে ছিলেন সকলে, তবে এমন প্রত্যাশা কেউ করেননি৷ সেই নিয়ে বেশি কথা শুরু হতেই দারুণ ট্যুইস্ট সিরিয়ালের শেষবেলায়৷ মৃত্যুর পরও আবার ফিরে আসবে গুনগুন!
শেষ হচ্ছে খড়কুটো ধারাবাহিক
শেষ হচ্ছে খড়কুটো ধারাবাহিক
advertisement

কীভাবে এটা সম্ভব হল? যেখানে গুনগুনের মৃত্যুতে কেঁদে ভাসালেন অনুরাগীরা, সেখানে আবার গুনগুন ফিরে আসার বিষয়টা হাস্যকর হবে না? মোটেই না৷ এখানেই তো চমক!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে খড়কুটো ভক্তদের তিনি নিরাশ করবেন না৷ শেষবেলায় সকলের মন ভাল করে দেওয়া হবে৷ কিন্তু কীভাবে, সেটাই ছিল প্রশ্ন৷

advertisement

আরও পড়ুন Durga Puja 2022: দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের তালিকায় টলিউড অভিনেত্রীরা, জুড়েছে সোনু সুদের নামও

তার উত্তরও মিলেছে৷ শেষে ফিরে আসছে গুনগুন৷ আসলে গুনগুন ফিরে আসছে না, আসছে গুনগুনের মতো আরও একটি প্রাণোচ্ছল, হাসিখুশি মেয়ে৷ এবং গুনগুন-সৌজন্যের ছেলের সঙ্গে তাঁর বন্ধুত্ব দেখানো হবে৷ এবং সেই মেয়েও গুনগুন-সৌজন্যের ছেলে চাঁদকে ক্রেজি বলে ডেকে উঠবে৷ এই মিষ্টি মেয়ের চরিত্রেও থাকছেন তৃণা৷ আসলে ধারাবাহিকের শেষে ২৫ বছর পরের দৃশ্য দেখানো হবে৷ যেখানে থাকবে গুনগুন-সৌজন্যের পরের প্রজন্ম৷ তাদের ছেলের নাম চাঁর, পেশায় অঙ্কোলজিস্ট৷ এমন চমক সম্ভবত আন্দাজ করতে পারেননি কেউ৷

advertisement

তবে এই হ্যাপি এন্ডিং-এ সত্যিই খুশি হবেন দর্শকরা৷ আর এভাবেই তারা মনে রেখে দেবে গুনগুন-সৌজন্য এবং তাদের হাশিখুশি পরিবারকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের আঁধারে পুজো, ভোরের আগেই বিসর্জন! কেন দিনের আলো দেখেন না মা কালী
আরও দেখুন

অন্যদিকে সিরিয়ালের শেষ শটের আগে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন সৌজন্য-গুনগুন ওরফে কৌশক-তৃণা৷ দু’জনেই বললেন লাস্ট শট! তারপর পুরো খড়কুটো পরিবার একসঙ্গে করলেন খুব মজা৷ এবং শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দ করেই সময় কাটালেন তারা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
খড়কুটো-র শেষ এপিসোডে দারুণ চমক! মরে গিয়েও ফিরে আসবে গুনগুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল