প্রথম দিকে টিআরপি লিস্টে 'খরকুটো' প্রথম এবং প্রথম পাঁচের মধ্যেই থেকেছে। পরের দিকে অবশ্য বেশ কিছুটা পড়ে গিয়েছে টিআরপি। কিন্তু তাতে সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেউ নেননি। কিন্তু সব কিছুর একটা শেষ আছে। আজকাল সেই 'মা' সিরিয়াল বা 'জন্মভূমি'র মতো টানা ৪ বছর ধরে খুব কম ধারাবাহিকই চলে। শেষ 'মা' ধারাবাহিকটিই সব থেকে বেশি দিন চলেছে। তবে সেই অর্থে দেখতে গেলে ২ বছর পার করলো 'খরকুটো'! আর এবার বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। বুধবার ছিল এই ধারাবাহিকের জন্মদিন। আর আজকের দিনেই মারা গেল সিরিয়ালের অন্যতম মুখ গুনগুন।
advertisement
হ্যাঁ, ঠিক পড়েছেন। গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হচ্ছে এই ধারাবাহিক। ব্রেন টিউমারে আক্রান্ত দেখানো হয় গুনগুনকে। কিন্তু অপারেশনের পর আর ফেরা হল না তাঁর। এভাবেই বিষাদ দিয়ে শেষ হতে চলেছে 'খরকুটো'! কিন্তু গুনগুনের এই মৃত্যু কিছুতেই মানতে পারছেন না দর্শকরা। অনেকেই সোশ্যাল মাধ্যমে কমেন্ট করে বলেছেন, এভাবে মৃত্যু দিয়ে কেন শেষ হচ্ছে ধারাবাহিক? একটা হ্যাপি এন্ডিং তো থাকতে পারত? কেন নেই? যদিও এ বিষয়ে তৃণা জানান, তিনিও এই শেষটায় খুশি নন। তবে গল্পের বিশ্বাসযোগ্যতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক, লেখিকা! তৃণা আরও জানান, খরকুটো ধারাবাহিকে মানুষ যেভাবে গুনগুনকে ভালবেসেছে তা তিনি ভুলতে পারবেন না! জানা যাচ্ছে আগামী সপ্তাতেই শেষ বার সম্প্রচারিত হবে 'খরকুটো'! তবে মন ভার করেই শেষ হচ্ছে ছটফটে গুনগুনের গল্প! প্রসঙ্গত এই ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়! গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করতেন তিনি। কয়েকমাস আগেই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছিল গোটা সেটে। টলিউডেও বটে। তবে সেই রেশ কাটতে না কাটতেই ফের দর্শকের মন খারাপ করেই শেষ হচ্ছে 'খরকুটো'!