‘জয় হো কেবিসি’… কথা শুরু করলেন আলোলিকা! তাঁর ভাষায়, ” আমার সব স্বপ্ন পূরণ করল কেবিসি! এখানে এসে কত বড় হোটেলে থাকছি! নিজের টাকায় তো থাকতে পারতাম না! বরের-ও অত টাকা নেই! জয় হো কেবিসি”! তিনি আরও বলেন, ” এমনিতে তো ট্রেনে সফর করি। কম টাকা নেয়। কিন্তু ব্যগপত্র নিজের কাছে রাখতে হয়, আর খানিক বাদে বাদে দেখতে হয়, ব্যাগ আছে কী নেই! কিন্তু এখানে এলাম প্লেনে চেপে। এই প্রথম প্লেনে চাপা। এরা বেশি টাকা নেয়, কিন্তু লাগেজ নিজেদের কাছে রাখে! চিন্তা নেই!” বলা বাহুল্য, আলোলিকার এহেন মজাদার কথায় বেজায় মজা পেয়েছেন অমিতাভ বচ্চন! বলেই ফেললেন, ” এ কিসসে পালা পড়া আজ… আজ কার পাল্লায় পড়লাম!”
advertisement
ফাস্টেস্ট ফিংগার ফাস্ট থেকে তরতরিয়ে হট-সিট-এ চলে আসেন আলোলিকা। মুখে একটাই মন্ত্র ” জয় হো কেবিস”! জানালেন, কোনওদিন ভাবেননি এই জায়গায় আসবেন। এমনকি শোয়ে কঠিন প্রশ্ন করা নিয়ে রীতিমত খোঁটা দেন তিনি! তবে সব-ই মজার ছলে! ১৩ নম্বর প্রশ্নে আউট হয়ে যান আলোলিকা। জিতে নেন ১২.৫ লাখ। আলোলিকার ভাইরাল ভিডিওতে নেটিজেনদের মন্তব্য, ” এই মহিলা বড় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হওয়ার যোগ্যতা রাখেন।”