ছবিকে সুপার-ডুপার হিট বানানোর জন্য ফ্যানেদের কৃতজ্ঞতা জানালেন কার্তিক। ছবির জনপ্রিয় 'আমি যে তোমার' গানটিও তিলোত্তমাতে এসেই লঞ্চ করলেন অভিনেতা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। কলকাতার আইকম হাওড়া ব্রিজে গিয়ে কলকাতার সঙ্গে জুড়ে থাকা হলুদ ট্যাক্সির ঐতিহ্যকে কাজে লাগিয়েছেন কার্তিক। কার্তিক আরিয়ান নিজেও এই ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। লিখেছেন, 'ওহ কলকাতা, আমি যে তোমার। আইকনিক হলুদ ট্যাক্সি এবং আইকনিক হাওড়া ব্রিজ।'
advertisement
আরও পড়ুন: সিকিমে পাহাড়ি বাঁকে খাদে গাড়ি! মর্মান্তিক মৃত্যু ৫ পর্যটক ও চালকের
আরও পড়ুন: আপনার কি যৌন মিলনে আগ্রহ কমছে? বন্ধ্যাত্ব নয় তো? জানুন
হলুদ ট্যাক্সির ছাদে উঠে, হাওড়া ব্রিজে দাঁড়িয়ে 'আমি যে তোমার' বলছেন নায়ক। এই গানটিতে বাংলা শব্দ ও লাইন রয়েছে। ফলে বাংলার মানুষের কাছে এসেই এই গানের মুক্তি ঘটালেন অভিনেতা। কার্তিকের কথায়, 'এই গানটি আজ অবধি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়নি। আমরা এটির অফিসিয়াল লঞ্চ করার জন্য প্রচুর অনুরোধ পেয়েছি। এরপর, শুধুমাত্র অনুরাগীদের অনুরোধের ভিত্তিতে আমরা 'অমি যে তোমার' গানটা লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি কলকাতায়। কারণ আমি বিশ্বাস করি, এই গানটির সঙ্গে এই শহরের একটি বিশেষ সংযোগ রয়েছে'।
'ভুল ভুলাইয়া টু' ছবির হাত ধরে ফের লাভের মুখ দেখছে বলিউড। দ্বিতীয় সপ্তাহের শেষেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। আর সেই ছবির প্রচারেই কলকাতায় এসেছেন কার্তিক আরিয়ান। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে হলুদ ট্যাক্সির মাথায় চড়ে বসেন অভিনেতা। তাঁর সঙ্গে বললেন বাংলায় কথাও। ভক্তদের সঙ্গেও আলাপচারিতা করতে ভোলেননি অভিনেতা। নেটপাড়ায় ভাইরাল হয়েছে কার্তিকের গাড়ির ছাদে বসে থাকা ছবিটি।