সাদা শার্ট সঙ্গে কালো প্যান্টে সুসজ্জিত কার্তিক৷ সঙ্গে সুন্দরী নায়িকা তারা সুতারিয়া৷ নায়িকার পরণে ছিল কালো টিউব টপ এবং অ্যানিম্যাল প্রিন্টেড স্কার্ট৷ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারের’ নায়িকার সঙ্গেই ডিনার ডেটে দেখা গেল অভিনেতা কার্তিক আরিয়ানকে৷ ডিনারের পর জড়িয়ে ধরে দুজনে একে অপরকে বিদায়ও জানালেন৷
আরও পড়ুন: কিয়ারা থেকে হেমা, রানি কাজলের বাড়ির পুজোতে চাঁদের হাট! কোন কোন তারকাদের দেখা মিলল পুজোতে?
advertisement
একটি নামী হোটেল থেকে ডিনার ডেটের পর কার্তিক এবং তারাকে বেরিয়ে আসতে দেখা যায়৷ তাদের দেখতে পেয়েই ছেঁকে ধরে পাপারাজ্জির দল৷ মিডিয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন তারা৷ চটজলদি তিনি সেখান থেকে চলে যান৷
গত মাসে একটি ইভেন্টে একসঙ্গে দেখা যায় কার্তিক এবং তারাকে৷ তখন থেকেই তাঁদের সম্পর্কের গুজব শোনা গিয়েছে৷ যদিও নিজেদের সম্পর্ক এখনও মুখ খোলেননি কার্তিক বা তারা কেউই৷ কার্তিক এবং তারাকে একসঙ্গে ‘আশিকি ৩’ ছবিতে দেখা যাবে৷