সঞ্জয়ের অফিসের বাইরে বার কতক কার্তিক আরিয়ানকে (Kartik Aryaan) দেখা গিয়েছে বলেই জোর গুজব রটে যায় যে বৈজু বাওরা করছেন কার্তিক-ই! এর সঙ্গে অনেকে দু'য়ে দু'য়ে চার করেন দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নামও। কারণ একই দিনে সঞ্জয়ের অফিসে তাঁকেও দেখা গিয়েছে। যদিও কার্তিক আর দীপিকা আলাদা সময়ে এসেছিলেন তবু রটে যায় যে এঁরা দু'জনেই এই ছবি করছেন। সঞ্জয় নিজেও একবার দীপিকা আর কার্তিককে একসঙ্গে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, সুতরাং সব মিলিয়ে একটা আভাস তৈরি হয়ে যায়।
advertisement
সাধারণত নিজের সব ছবির খবরই ভক্তদের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের মাধ্যমে শেয়ার করেন কার্তিক। তবে বৈজু বাওরা নিয়ে তিনি কোনও কথা বলেননি। এখন সঞ্জয়ের প্রোডাকশন টিমের একজন ঘনিষ্ঠ সদস্য স্পষ্ট জানিয়েছেন যে বৈজু বাওরা করছেন না কার্তিক আর এটাই সত্যি!
এর আগে এই নিয়ে যা যা কাহিনি প্রকাশিত হয়েছে সবটাই মিথ্যে ও ভুয়ো খবর বলে দাবি সেই সদস্যের। তিনি জানিয়েছেন যে কার্তিক ও সঞ্জয়ের মধ্যে অনেকগুলো মিটিং হয়েছে এবং দু'জনেই একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু সেই আলোচনায় কোথাও বৈজু বাওরা ছিল না। এমনকি সঞ্জয় আগামী দিনে ‘হীরা মান্ডি’ (Heera Mandi) বলে যে ওয়েব সিরিজ পরিচালনা করতে চলেছেন সেখানেও তিনি কার্তিকের কথা একেবারেই ভাবেননি। যদিও বলিউডে খবর ছিল যে এই সিরিজে ক্যামিও করতে পারেন কার্তিক। Netflix-এ আট এপিসোডের সিরিজ হিসাবে মুক্তি পাবে হিরা মান্ডি। দেখা যাক, কার্তিকের জন্য বিশেষ কোন চিত্রনাট্য হাজির করেন বনশালি!
