TRENDING:

বসুদার সঙ্গে আমার প্রথম কাজ, বাঙালি পরিচালকের ছবিতে নায়ক, উৎফুল্ল কার্তিক

Last Updated:

বলিপাড়ায় জল্পনা ছিল 'আশিকি ৩'-তে নায়কের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই জল্পনায় জল ঢাললেন কার্তিক। সিড নন, ছবির নায়ক হতে চলেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: 'আশিকি' ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ছবি! 'লাভ আজ কাল', 'ভুলভুলাইয়া'-র সাফল্যের পর এ বার নতুন ফ্র্য়াঞ্চাইজিতে কার্তিক আরিয়ান। 'আশিকি ৩' নিয়ে আসছেন মুকেশ ভাট।
advertisement

আজ, ৫ সেপ্টেম্বর কার্তিক প্রথম মিউজিক্যাল পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দিয়েই ছবির ঘোষণা করলেন তিনি। প্রসঙ্গত, বলিপাড়ায় জল্পনা ছিল 'আশিকি ৩'-তে নায়কের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই জল্পনায় জল ঢাললেন কার্তিক। সিড নন, ছবির নায়ক হতে চলেছেন তিনি।

advertisement

কার্তিকের শেয়ার করা পোস্টার থেকে এ কথা স্পষ্ট, আগের দু'টি ছবির মতোই এই গল্পও প্রেম এবং আগুনের মেলবন্ধনে একেবারে ছাড়খার হবে।

একই দিনে কার্তিক আরও একটি ছবি শেয়ার করেছেন। যেখানে অনুরাগ বসু, মুকেশ ভাট, প্রীতম, ভূষণ কুমারের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

advertisement

আরও পড়ুন: বাজার কাঁপাচ্ছে 'কালা চশমা', এমন হিট গান লিখেছিল ১৫ বছরের ছেলে! এখন তিনি পুলিশে

আরও পড়ুন: কোচবিহার থেকে বলিউডের নয়নের মণি, বাঙালি কন্যা মৌনী রায়ের আদাঁয় ফিদা নেটিজেনরা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুম্বইয়ের প্রথম সারির পরিচালক, বঙ্গসন্তান 'বসুদা'র সঙ্গে প্রথম  বার জুটি বেঁধে উৎফুল্ল কার্তিক। অন্য দিকে অনুরাগের কথায়, ''কার্তিক খুবই পরিশ্রমী অভিনেতা। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বসুদার সঙ্গে আমার প্রথম কাজ, বাঙালি পরিচালকের ছবিতে নায়ক, উৎফুল্ল কার্তিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল