শনিবার রাতে মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে করিশ্মা কাপুর ও তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরকে । করিশ্মা এবং সঞ্জয়ের দুই সন্তান, মেয়ে সামাইরা কাপুর এবং ছেলে কিয়ান রাজ কাপুর। এদিন মেয়ে সামাইরার সঙ্গে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে তাদের৷ ঝড়ের গতিতে ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
আরও পড়ুন-‘আর বেশি অভিনয় নয়’! হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন অনুষ্কা? আসল কারণ জানলে হতবাক হবেন
ভাইরাল ভিডিওতে সঞ্জয়কে প্রথম রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে৷ হাতে ব্লেজার নিয়ে ফর্মাল শার্ট এবং প্যান্ট পরে নজর কেড়েছেন সঞ্জয় । ডিনার ডেটে করিশ্মা কালো ফ্লাওয়ার প্রিন্টের পোশাকে সেজেছিলেন৷ দুজনেই নিজেদের আলাদা গাড়ি করে এসেছিলেন৷ পাপারাৎজিদের উদ্দেশ্যে হাতও নাড়েন করিশ্মা ও সঞ্জয় কাপুর৷ অপর ভিডিওতে মেয়ে সামাইরাকে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা গেছে। তিনিও কালো রঙের পোশাক পরেছিলেন৷ তবে কি করিশ্মার সঙ্গে পুরোনো তিক্ততা মিটে গেছে সঞ্জয়ের, উঠছে একাধিক প্রশ্ন৷
বিবাহবিচ্ছেদের কয়েক বছর পর সঞ্জয় আবার বিয়ে করেন। অভিনেত্রী প্রিয়াকে বিয়ে করেছেন তিনি৷ অন্যদিকে করিশ্মা এখনও একা৷ সন্তানদের দায়িত্ব পালন করছেন৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে জি ফাইভের ওয়েব সিরিজ ‘ব্রাউন’-এ দেখা যাবে করিশ্মা কাপুরকে৷