নায়িকার নিজের বয়সকে ধরে রেখে ফ্যাশন দুনিয়ায় নিত্যনতুন ঝলক দেখতে ভালবাসেন ভক্তরাও। তাই প্রচুর লাইক ও কমেন্ট থাকে করিশমার পোস্টে। তবে সম্প্রতি একটি হিল জুতোর জন্য করিশমা কাপুর বিশেষ ভাবে নজর কেড়েছেন। কেন, কারণ সেই হিল জুতোটির দাম।
সরষের তেলের রঙের স্যাটিন হিল জুতো পায়ে ছবি শেয়ার করেছিলেন করিশমা। জিমি চু কোম্পানির সেই হিল জুতোর প্রোডাক্ট ডিটেলসে লেখা রয়েছে সেটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এই হিল জুতোটির দাম ১.২ লক্ষ টাকা। ইতালিতে তৈরি এই হিল জুতোয় কার্ভড হিল রয়েছে ৪.৯ ইঞ্চি মাপের।
আরও পড়ুন: উধাও শীত, কোথাও ঝমঝমিয়ে- কোথাও হাল্কা ঝড়-বৃষ্টির পূর্বভাস আগামী ২৪ ঘণ্টায়, আবহাওয়ার বড় খবর
এই জুতোর থেকেও জুতোর দাম বেশি নজর কেড়েছে ভক্তদের। তবে ফ্যাশনিস্তা হিসেবে ফের একবার নিজেকে জনপ্রিয় করে তুলেছেন করিশমা কাপুর। হিল জুতোর সঙ্গে নীল স্কার্ট ও লাল শার্টের মিশেল ছিল করিশমার পরণে। ছবি, জুতোর দাম সব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।