তবে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে করিশ্মা কাপুরকে নিজের পুত্রবধূ বলে ঘোষণা করতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে। এমনকী, সেই সময় পুত্র অভিষেকের সঙ্গে করিশ্মার বাগদানের কথাও ঘোষণা করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।
advertisement
বিবাহবিচ্ছেদের গুজবের কারণে বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন ঐশ্বর্য এবং অভিষেক। এমনকী ঐশ্বর্যর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। ফলে বিতর্কের আগুনে যেন ঘি পড়েছে। ইতিমধ্যেই নেটিজেনরা বচ্চন পরিবারের অতীত খুঁড়ে বার করতে শুরু করেছেন। সেই সঙ্গে তাঁরা সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও আবার শেয়ার করতে শুরু করেছেন। আর অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জল্পনার মাঝেই জয়া বচ্চনের একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হচ্ছে।
ভিডিও-য় দেখা যাচ্ছে, একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়েছেন জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শ্বেতা নন্দা, অভিষেক এবং নব্যা নভেলি। সেই অনুষ্ঠানেই করিশ্মার সঙ্গে পুত্র অভিষেকের বাগদানের কথা ঘোষণা করেছিলেন জয়া। যা পরবর্তীতে সম্পন্ন হয়েছিল। কিন্তু পরিণতি পায়নি অভিষেক আর করিশ্মার সম্পর্ক। ভিডিও-তে দেখা যাচ্ছে যে, রীতিমতো হাসিমুখেই বচ্চন পরিবারে স্বাগত জানাচ্ছেন করিশ্মা। এরপর মঞ্চে ওঠেন অভিনেত্রী এবং জড়িয়ে ধরেন হবু শাশুড়ি মা অর্থাৎ জয়া বচ্চনকে। এখানেই শেষ নয়, বচ্চন পরিবারের সকল সদস্যের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন করিশ্মা। DNAIndia-র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০-তম জন্মদিনে বাগদান পর্ব সারা হয় অভিষেক আর করিশ্মার।
ভাইরাল ভিডিও-য় এক নেটিজেন লিখেছেন যে, “খুব জোর বেঁচে গিয়েছেন করিশ্মা। ঐশ্বর্য সত্যিই অসহায়।” অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন যে, “আমার মনে হয়, ঐশ্বর্য যা যা ভোগ করেছেন, করিশ্মাকেও তার সম্মুখীন হতে হয়েছিল। এরা আসলে ক্ষমতাশালী পরিবার। বচ্চন পরিবারের মধ্যে দারুণ ঐক্য। আর তাঁদের মধ্যে থাকা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিংও বটে! শক্তিশালী মহিলারা এই ধরনের পরিবারে থাকতে পারবে না। কারণ তাঁরা প্রতিবাদ করতে জানেন। আমার মনে হয়, জুনিয়র বচ্চনের জন্য দেখেশুনে বিয়েই সবথেকে ভাল হত।” তবে আর এক ইন্টারনেট ব্যবহারকারী অবশ্য বচ্চন পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি লেখেন, “এরপরে করিশ্মার জীবনের আনন্দ হারিয়ে গিয়েছিল। অভিষেক খুবই ভাল। সব কিছু তো আর টাকা দিয়ে মাপা যায় না।”
প্রসঙ্গত, ২০০৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় অভিষেক আর করিশ্মার বাগদান। অবশ্য এর কারণ এখনও জানা যায়নি। সংবাদমাধ্যমের বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, দুই পরিবারের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। কিছু সূত্রের দাবি, জয়া চাইতেন যে, বিয়ের পর অভিনয় ছাড়তে হবে করিশ্মাকে। কিন্তু অভিনেত্রীর মা ববিতা কাপুর এই প্রস্তাবে রাজি হননি।