তবে কি তিনি ফের মা হতে চলেছেন? ইতি মধ্যেই মেহবুব স্টুডিওতে যেতে দেখা গিয়েছে করিনাকে। হাতে ফের নতুন কাজ আসতে শুরু করেছে তাঁর। তবে এমন কথা কেন বললেন তিনি? নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এসে করিনা জানান , আমি খুব তাড়াতাড়ি আমার তৃতীয় সন্তানকে আপনাদের সামনে আনব। " এই ভিডিও দেখা মাত্রই প্রশ্ন জাগতে থাকে, কি বলছেন তিনি? তবে কি ফের গর্ভবতী বেবো ! না , বিষয়টা ঠিক তা নয়।
৯ তারিখ অর্থাৎ ৯ অগাস্ট তিনি জানাবেন এক নতুন কথা। হাতে এক কাপ কফি নিয়ে তাঁর ইনস্টাগ্রাম পেজ দেখতে সকলকে অনুরোধ করলেন তিনি। করিনা তাঁর গর্ভাবস্থার জার্নি নিয়ে একটি বই লিখেছেন। আর সেই বইকেই তিনি নিজের তৃতীয় সন্তান হিসেবে পরিচয় দিচ্ছেন। এবং সেই বইয়ের সঙ্গেই ৯ তারিখ বিকেল ৫ টায় সকলের পরিচয় করিয়ে দেবেন। বইটির নাম 'KAREENA KAPOOR KHAN’S PREGNANCY BIBLE" । এই বইটির আনুষ্ঠানিক লঞ্চ করবেন তিনি ইনস্টাতে। বইটি অ্যামাজনে পাওয়া যাবে। আগে থেকেই তিনি প্রি-বুকিংয়ের জন্য লিঙ্ক দিয়ে রেখেছেন। এখানে তিনি তুলে ধরেছেন একজন মা হয়ে উঠতে গেলে ঠিক কি কি করতে হয়। এবং কতটা সহনশীল হতে হয়। তাঁর জীবনের কথাই বলবে এই বই। আর এই বইকেই নিজের তৃতীয় সন্তান ভাবেন করিনা। দ্বিতীয় সন্তানের সঙ্গে পরিচয় না করালেও তিনি তাঁর এই বইকে ভক্তদের থেকে দূরে রাখছেন না। হয়ত এর পর সামনে আসবে তাঁর দ্বিতীয় সন্তানের ছবি।