একটি ঝলমলে শিমারি কো-অর্ড আউটফিটে দেখা গিয়েছে করিনা কাপুর খানকে। অনুষ্ঠানস্থলে পা রাখা মাত্রই বোল্ড লুকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন সমস্ত প্রচারের আলোটুকু শুষে নিলেন নবাব-ঘরণী। তাঁকে ঘিরে ধরে একের পর এক ছবি-ভিডিও তুলতে থাকেন পাপারাৎজিরা। ক্যামেরাবন্দি হওয়ার মাঝেই তাঁকে অভ্যর্থনা জানান আম্বানি পরিবারের সদস্যরা। সেই উষ্ণ মুহূর্তের ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
পাপারাৎজিদের শেয়ার করা ওই ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, করিনা হেঁটে এগোতেই প্রথমে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন ইশা আম্বানি। এরপরেই অভিনেত্রীকে জড়িয়ে ধরেন। ইশার পাশেই ছিলেন বাবা মুকেশ আম্বানিও। ফলে তাঁকেও উষ্ণ অভ্যর্থনা জানান অভিনেত্রী। এরপর হাতজোড় করে নমস্কার করে ধীরে ধীরে এগিয়ে যান তিনি।
এই মুহূর্তে হনসল মেহতা পরিচালিত ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর কারণে প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন করিনা কাপুর খান। জিও এমএএমআই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ছবিটি। যাঁরা ওই চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখেছেন, তাঁরা সকলেই অভিনেত্রীর অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনকী এই ছবির হাত ধরে প্রথম বারের জন্য প্রযোজনার দুনিয়ায় পদার্পণ করলেন করিনা।
আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য
মঙ্গলবার জিও ওয়ার্ল্ড প্লাজা উদ্বোধনের কথা করেছিল রিলায়েন্স রিটেল। এখানে সেরার সেরা রিটেল ফ্যাশন এবং এন্টারটেনমেন্টের অভিজ্ঞতার স্বাদ পাওয়া যাবে। মুম্বইয়ের বিকেসি এলাকায় তৈরি হয়েছে জিও ওয়ার্ল্ড প্লাজা। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেনের সঙ্গে সংযুক্ত এটি। আর বুধবার অর্থাৎ ১ নভেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছে এর দরজা।
এই প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ইশা এম আম্বানি বলেন, “বিশ্বের সেরা সমস্ত ব্র্যান্ডকে ভারতে আনাই মূল লক্ষ্য জিও ওয়ার্ল্ড প্লাজার। শুধু তা-ই নয়, সেরা ভারতীয় ব্র্যান্ডগুলির দক্ষতা এবং কারিগরি প্রদর্শন করাও এর অন্যতম উদ্দেশ্য। যা এক অনন্য রিটেল অভিজ্ঞতা প্রদান করবে। উচ্চতর গ্রাহক অভিজ্ঞতা, শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের প্রতি আবেগ প্রতিটি প্রয়াসে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।”