করণ জোহর বলেন যে, “তুমি নতুন ছাত্র, আর আমি তো চিরতরুণ ফ্যাকাল্টি, এবার আলাপ করিয়ে দেওয়া যাক আসল রাজকীয়তার সঙ্গে। খান আর কাপুররা এখনও ওজি (অরিজিনাল)। আজকালকার হিরোদের দেখো, তাঁদের ফ্র্যাঞ্চাইজি ছিনিয়ে নিচ্ছে।” এমনকী নিজেকে বলিউডের ‘কিঙ্গমেকার’ বলেও আখ্যা দেন করণ।
আরও পড়ুন-এবার পাকা খবর! কফিনে পড়ল শেষ পেরেক! অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে এবার যা বললেন ঐশ্বর্য…
advertisement
কার্তিক আরিয়ান জবাবে জানান যে, একজন বহিরাগত হিসেবে বলিউডে সাফল্য অর্জন করেছেন তিনি। এমনকী এ-ও মন্তব্য করেন যে, তাঁর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিটি হিট হয়েছে, যেখানে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। পরে অবশ্য পুরস্কার বিতরণী মঞ্চে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে রুহ বাবা চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন কার্তিক।
আর এই পুরস্কার পেয়ে আপ্লুত হয়ে পড়েন কার্তিক। কেরিয়ারে কী কী চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে, সে কথাও তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন যে, ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির সমগ্র সফরটাই ছিল কাঁটায় পরিপূর্ণ। আর ভুল ভুলাইয়া ২-এর জন্য প্রথমবার তাঁকে বেছে নেওয়া হয়, তখন তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সন্দেহ করেছিলেন বহু মানুষ।
আরও পড়ুন-‘আমার স্তন চেপে ধরেই…!’ ভয়ঙ্কর ছিল সেই দিন, যা ঘটেছিল নায়িকার সঙ্গে, শুনলে শিউরে উঠবেন
কার্তিকের কথায়, “আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি চন্দু নই, আমি হলাম চ্যাম্পিয়ন। আমি জানি এটা ওই ছবির জন্য কোনও পুরস্কার নয়, কিন্তু আমারও একই অনুভূতি।” এরপর তিনি আরও বলেন যে, “ভুল ভুলাইয়া ছবির গোটা সফরটা ছিল কাঁটায় পরিপূর্ণ।”
অভিনেতার বক্তব্য, “আমায় ‘ভুল ভুলাইয়া ২’-এর জন্য বেছে নেওয়া হয়েছিল। তখন অনেক প্রশ্ন উঠেছিল। আমার কাঁধের উপর থাকলে কি এই ছবিটি চলবে না কি চলবে না?” তিনি আরও জানান যে, ‘ভুল ভুলাইয়া ৩’ বহু অনিশ্চয়তার মুখে পড়েছিল। কারণ সঠিক দিনে ছবিটি মুক্তি পাবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল।