৫০ বছরে বয়স তাঁর৷ কাজের চাপ ও নানাবিধ সমস্যায় জড়জড়িত করণ৷ নিজেই সেকথা বলেছেন৷ নিজের মানসিক সমস্যা গোপন না করে, তা নিয়ে মুখ খুলেছনে এবং তিনি মনে করেন যে জনপ্রিয় চরিত্র বা পাবলিক ফিগার যাঁরা রয়েছেন, তাঁরা আরও বেশি করে এই নিয়ে কথা বললে সমাজে মানসিক সমস্যা নিয়ে মানুষের ছুৎমার্গ কাটবে৷
advertisement
কফি উইথ করণ অনুষ্ঠানের প্রথম পর্বে দীপিকা-রণবীর সিং-এর সামনে কারণ জানিয়ে দেন যে মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ নিতা মুকেশ আম্বানি কালচারল সেন্টারে উদ্বোধনের দিন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন৷ ঘাম ঝরতে থাকে হঠাৎ করে৷ এমন অবস্থা হয় যে তাঁকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়৷ কোনও কোনও সময় বিশেষভাবে উত্তেজিত হয়ে পড়েন রকি ওউর রানির পরিচালক৷ চিকিৎসা বিজ্ঞানে একেই anxiety বলে৷ এই মানসিক রোগের শিকার করণ৷ অনেকদিন ধরেই ভুগছেন৷ এই নিয়ে জনসমক্ষে বলে কোনও দ্বিধা নেই তাঁর৷
এক সময় দীপিকাও ডিপ্রেশনে ভুগতেন৷ তাঁরও চিকিৎসা হয়েছিল৷ সকলের সঙ্গে সে কথা ভাগ করে নিয়েছিলেন নায়িকা৷ শুধু সকলের সঙ্গে এই নিয়ে কথা বলা নয়, নিজে একটি সংস্থা তৈরি করেছেন যেখানে মানসিক রোগীদের সুস্থতার উপর জোর দেওয়া হয়৷ সংস্থার নাম লিভ-লাভ-লাইফ৷ খ্যাতির চূড়ায় থেকেও যে নিজের মানসিক স্বাস্থ্যের কথা সকলকে বলেছেন দীপিকা, সে জন্য করণ তাঁকে ধন্যবাদ জানান৷
শারীরিক সমস্যা যেমন অনেক রকমের তেমনই মানসিক সমস্যাও রয়েছে হাজার রকমের৷ যখন তখন যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে৷ তবে মানসিক রোগ নিয়ে সামাজিক ছুৎমার্গ রয়েছে এখনও৷ ফলে অনেকেই এই রোগের কথা স্বীকার করতে চান না৷ নিজে কষ্ট পান৷ তাই করণ জোহর মনে করেন যে তারকারা এই নিয়ে মুখ খুললে আখেড়ে সমাজের উপকার৷ যেহেতু তারকাদের জনপ্রিয়তা তুমুল, তাই তাঁরা সহজেই মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারেন৷ ফলে সাধারণ মানুষও মানসিক রোগের বিষয় ওয়াকিবহাল হতে পারেন৷
এই কারণে করণ নিজের কথাও লুকিয়ে না রেখে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷