করণ কোনও টিভি শো বা কমেডিয়ানের নাম করেননি। তবে নেটিজেনরা মনে করছেন, ‘ম্যাডনেস মাচায়েঙ্গে – ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’ নামের টিভি শো-র কেতন সিংয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পরিচালক।
ইনস্টাগ্রামে করণ জোহর লিখেছেন, “মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম… নামি চ্যানেলের রিয়েলিটি কমেডি শো-এর প্রোমো এল… খুব নিম্নরুচির সঙ্গে আমাকে নকল করছিল… ট্রোলাররা এমনটা করতেই পারে, কিন্তু ২৫ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন একজনকে যদি ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দেয়… এই ঘটনায় রাগ হয়নি, দুঃখ পেয়েছি”।
advertisement
করণকে সমর্থন করেছেন প্রযোজক একতা কাপুর। ইনস্টাগ্রামে করণের পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “বহুবার এমনটা হয়েছে। টিভি শো-তে কুৎসিত হাস্যরসের জোয়ার বয়ে গিয়েছে। এমনকী অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও। এর পরেও ওঁরা আশা করে, আমরা সেখানে যাব! করণ, আপনার একটা সিনেমা বা ক্লাসিক মিমিক্রি করে দেখাতে বলুন ওঁদের”। একতার এই পোস্ট রিপোস্ট করেছেন করণ। সঙ্গে লিখেছেন, “তোমায় ভালবাসি একতু”।
নেটিজেনরা বলছেন, কৌতুক অভিনেতা কেতন সিংকেই নিশানা করেছেন করণ জোহর। সম্প্রতি সোনি টিভিতে শুরু হয়েছে, ‘ম্যাডনেস মাচায়েঙ্গে – ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’ নামের শো। সেখানে ‘কফি উইথ করণ’-এর শো-র মিমিক্রি করেন কেতন। করণের মতো পোশাক পরে সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেন তিনি। সেলিব্রিটিরাও কৌতুক অভিনেতা। কোনও না কোনও তারকার মিমিক্রি করেন তাঁরা।
কমেডি শো-তে কেতনের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘টফি উইথ চুরন’। স্টার কিডদের লঞ্চ করা থেকে করণের নাচ, সবকিছু নিয়েই মজা করেন কেত্তন। খোঁচা দেন বিভিন্ন বিষয়ে। অনুষ্ঠানে বিচারকের আসনে রয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। শোতে হর্ষ গুজরাল, স্নেহিল, অঙ্কিতা শ্রীবাস্তব, পরিতোষ ত্রিপাঠি, কুশল বদ্রিক, ইন্দর সাহনি এবং গৌরব দুবেও রয়েছেন।