TRENDING:

Karan Johar: 'জঘন্য নিম্নরুচির কাজ'! নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ জোহর, পরিচালকের নিশানায় কোন কমেডিয়ান?

Last Updated:

Karan Johar: করণের মতে, ট্রোলাররা এমনটাই করতেই পারে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের কাছ থেকে এটা তিনি প্রত্যাশা করেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: নিজের মিমিক্রি দেখে ক্ষেপে গেলেন পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, খুবই ‘নিম্নরুচির কাজ’। করণের মতে, ট্রোলাররা এমনটাই করতেই পারে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের কাছ থেকে এটা তিনি প্রত্যাশা করেননি।
নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ
নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ
advertisement

করণ কোনও টিভি শো বা কমেডিয়ানের নাম করেননি। তবে নেটিজেনরা মনে করছেন, ‘ম্যাডনেস মাচায়েঙ্গে – ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’ নামের টিভি শো-র কেতন সিংয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পরিচালক।

ইনস্টাগ্রামে করণ জোহর লিখেছেন, “মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম… নামি চ্যানেলের রিয়েলিটি কমেডি শো-এর প্রোমো এল… খুব নিম্নরুচির সঙ্গে আমাকে নকল করছিল… ট্রোলাররা এমনটা করতেই পারে, কিন্তু ২৫ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন একজনকে যদি ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দেয়… এই ঘটনায় রাগ হয়নি, দুঃখ পেয়েছি”।

advertisement

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

করণকে সমর্থন করেছেন প্রযোজক একতা কাপুর। ইনস্টাগ্রামে করণের পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “বহুবার এমনটা হয়েছে। টিভি শো-তে কুৎসিত হাস্যরসের জোয়ার বয়ে গিয়েছে। এমনকী অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও। এর পরেও ওঁরা আশা করে, আমরা সেখানে যাব! করণ, আপনার একটা সিনেমা বা ক্লাসিক মিমিক্রি করে দেখাতে বলুন ওঁদের”। একতার এই পোস্ট রিপোস্ট করেছেন করণ। সঙ্গে লিখেছেন, “তোমায় ভালবাসি একতু”।

advertisement

নেটিজেনরা বলছেন, কৌতুক অভিনেতা কেতন সিংকেই নিশানা করেছেন করণ জোহর। সম্প্রতি সোনি টিভিতে শুরু হয়েছে, ‘ম্যাডনেস মাচায়েঙ্গে – ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’ নামের শো। সেখানে ‘কফি উইথ করণ’-এর শো-র মিমিক্রি করেন কেতন। করণের মতো পোশাক পরে সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেন তিনি। সেলিব্রিটিরাও কৌতুক অভিনেতা। কোনও না কোনও তারকার মিমিক্রি করেন তাঁরা।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কমেডি শো-তে কেতনের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘টফি উইথ চুরন’। স্টার কিডদের লঞ্চ করা থেকে করণের নাচ, সবকিছু নিয়েই মজা করেন কেত্তন। খোঁচা দেন বিভিন্ন বিষয়ে। অনুষ্ঠানে বিচারকের আসনে রয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। শোতে হর্ষ গুজরাল, স্নেহিল, অঙ্কিতা শ্রীবাস্তব, পরিতোষ ত্রিপাঠি, কুশল বদ্রিক, ইন্দর সাহনি এবং গৌরব দুবেও রয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar: 'জঘন্য নিম্নরুচির কাজ'! নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ জোহর, পরিচালকের নিশানায় কোন কমেডিয়ান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল