কথা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ বরাবরই অ্যাকশন হিরো হতে চেয়েছেন, কিন্তু তাঁর নিষ্পাপ চোখ আর মিষ্টি হাসি তাঁকে বার বার টেনে নিয়ে গিয়েছে রোমান্সের দিকে।করণ জোহর সম্প্রতি এক নতুন পডকাস্টে জানিয়েছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অভিজ্ঞতা। তিনি স্পষ্টই বলেছেন, এই ছবিটি নিয়ে খুবই বিরক্ত ছিলেন শাহরুখ। শুটিং চলার সময়ই সেই বিরক্তি বার বার প্রকাশ করেছেন সুপারস্টার।
advertisement
আরও পড়ুন-‘রণবীর সিং নয়, কাপুরের সঙ্গেই আমাকে ভাল মানায়’, দীপিকার মন্তব্যে তোলপাড়, তবে কি আবারও…
সকলেই জানেন, শাহরুখ অ্যাকশন খুঁজতেন। চলতি বছরের শুরুতে আদিত্য চোপড়াও তাঁর ‘দ্য রোমান্টিক ডকুমেন্টারি’-তে জানিয়েছেন অ্যাকশন হিরো হিসেবে কেরিয়ার গড়তে চেয়েছিলেন এসআরকে। রোমান্টিক নায়ক হিসেবে নিজেকে গড়ে তুলতে মোটেও আগ্রহী ছিলেন না। এক ধাপ এগিয়ে করণ সাফ জানিয়েছেন, এসআরকে ‘লাভ স্টোরি’ বিষয়টাকেই ঘৃণা করতেন।
আরও পড়ুন-ফোনের চার্জ শেষ? এবার চার্জার ছাড়াই নিমেষে হবে মোবাইল চার্জ! রইল ৩ ম্যাজিক টিপস
ওই পডকাস্ট শো-তে করণ বলেছেন, ‘শাহরুখ লাভ স্টোরি অপছন্দ করতেন। তিনি শুধু অ্যাকশন ছবিতে থাকতে চেয়েছিলেন। তিনি চাননি আদি (আদিত্য চোপড়া) দিলওয়ালে (দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে) তৈরি করুক। আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বানাচ্ছি শুনেও বিরক্ত হয়েছেন।’ যদিও করণ জানিয়েছেন, পরে আর শাহরুখ আপত্তি করেননি, কারণ ওই ছবিগুলি ভাল বাণিজ্য দিয়েছে। আর শাহরুখ এমনই একজন ব্যক্তি যিনি সব সময় সব কাজে শ্রদ্ধা রাখেন। হয়তো তাঁর মনে হয়েছিল যদি রোমান্সেই সাফল্য আসে, তাহলে তাই আসুক।
করণের কথায় এসেছে শাহরুখের চোখের প্রসঙ্গও। হাজার নর-নারী সেই চোখের প্রেমে পড়ে। করণ বলেন, ‘চোখ দিয়ে লক্ষ লক্ষ প্রেমের যুদ্ধ জিতে আসতে পারে শাহরুখ। সে যেন ঈশ্বরের চোখ। মহিলা হোন বা পুরুষ, যে কেউ দুর্বল হয়ে পড়েন।’কোনও আবেগঘন বা রোমান্টিক দৃশ্য অভিনয় করতে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে কেঁদে ফেলেন শাহরুখ। ভক্তরা ভাবেন এই শুরু হল প্রেমের গল্প।করণ জোহরের পরিচালক জীবন শুরুই হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে। এই ছবিটি সম্প্রতি পার করেছে ২৫ বছর। আর সেই কারণেই শাহরুখের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন করণ। তাঁর পরিচালক জীবন শুরু করার পিছনে কিং খানের অবদান কম নয় বলেই তিনি মনে করেন।