করণ তার জনপ্রিয় টক শো কফি উইথ করণের সপ্তম সিজন শুরু করলেন ৭ই জুলাই। প্রথম দিনের শো তে অতিথি আলিয়া ভাট এবং রণবীর সিং। রকি অউর রানি কি প্রেম কাহানির প্রচারে এসেছিলেন তাঁরা। এই শো-ের আগের সিজনে সারা আলি খান কার্তিককে তার ক্রাশ হিসাবে উল্লেখ করেছিলেন। অনুষ্ঠানের আসন্ন মরসুমের প্রচার করার সময় করণ অনেকগুলি সম্পর্কের নাম এক এক করে বলেন। সারা এবং কার্তিকের নামও তারমধ্যে রয়েছে।
advertisement
আরও পড়ুন: "আলিয়া একই সঙ্গে মা ও বাবা হচ্ছেন" কেন এমনটা বললেন অনুষ্কা?
করণ সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কফি উইথ করনের সোফাটিকে তিনি প্রকাশের পালঙ্ক বলে থাকেন। করণ আরও বলেন, প্রথম ক্যাটরিনাকে তিনিই জানিয়েছিলেন যে ভিকির (কৌশল) সাথে ভাল তারপরে আমরা দেখেছি যে তারা বিবাহিত। তেমনই সারা-কার্তিকের নাম উল্লেখ করেছেন এবং তারা ডেটিং শুরু করেছেন। আলিয়া-রণবীরের কথা উল্লেখ করেছেন এবং তিনি আজ তাঁরা বিয়ে করেছেন এবং এক সুন্দর সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
২০১৮-এর কফি উইথ করণে সারাকে দেখা গিয়েছিল। তিনি জনসমক্ষে বলেছিলেন কার্তিক আরিয়ানকে 'অ্যাট্রাক্টিভ' লাগে তাঁর। তারপর লাভ আজ কাল সিনেমায় দেখা গিয়েছিল দুজনকে একসঙ্গে। তারপর থেকে এখনও অবধি পাবলিক ফোরামে তাঁদের একে অপরকে নিয়ে কথা বলতে শোনা যায়নি।
আরও পড়ুন: রণবীরের জন্মদিনে আলিয়ার অনবদ্য উইশ! ফিরে গেলেন কেথ্রিজি'তে
ফের কার্তিক এবং সারাকে গত কয়েক মাস ধরে কয়েকটি ইভেন্টে একে অপরের সঙ্গে দেখা গেছে। গত মাসে একটি ইভেন্টের রেড কার্পেটে একসঙ্গে পোজ দিয়েছেন।