TRENDING:

Kapil Sharma on Bhagwant Mann: পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বিশেষ বার্তা কপিল শর্মার, প্রিয় বন্ধুকে লিখলেন...

Last Updated:

কপিলের বিয়েতে অতিথি হয়ে এসেছিলেন ভগবন্ত মান (Kapil Sharma on Bhagwant Mann)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনিও ছিলেন কৌতুকশিল্পী। সেই ভগবন্ত মানই ইতিহাস তৈরি করেছেন পঞ্জাবের বিধানসভা নির্বাচনে। তিনিই হতে চলেছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী। কৌতুক শিল্পী থেকে ১১ বছরের রাজনীতিতে এমন উত্থান, সত্যিই কোনও সিনেমার গল্পের মতো। আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানকে এমন ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন আরেক কৌতুক শিল্পী কপিল শর্মা (Kapil Sharma on Bhagwant Mann)। পঞ্জাবি ও ইংরেজিতে লিখে স্ত্রী গিন্নি ছত্রাতের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন কপিল (Kapil Sharma on Bhagwant Mann)। কপিলের বিয়েতে অতিথি হয়ে এসেছিলেন ভগবন্ত মান (Kapil Sharma on Bhagwant Mann)।
Kapil Sharma on Bhagwant Mann
Kapil Sharma on Bhagwant Mann
advertisement

সেই ছবিতে নবদম্পতির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে ভগবন্ত মানকে। কপিল শর্মা ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'ইতিহাস তাঁদের মনে রাখে, যাঁরা ইতিহাস তৈরি করেন। পঞ্জাব বিধানসভা ভোটে ঐতিহাসিক এই জয়ের জন্য অসংখ্য শুভেচ্ছা ভগবন্ত মান পাজিকে। আপনি শুধু ভোটেই জেতেননি, বরং গোটা পঞ্জাব প্রদেশের হৃদয় জিতে নিয়েছেন।'

আরও পড়ুন: কপিল থেকে অর্চনা, কপিল শর্মা শো-তে প্রতি এপিসোডে কে কত রোজগার করেন জানেন?

advertisement

আরও পড়ুন: সুন্দরবনের জলদস্যুদের যম, অসীম সাহসী এই বাঙালি IPS-এর কীর্তি শুনলে চমকে উঠবেন!

কপিল আরও লিখেছেন, 'ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার নেতৃত্বে পঞ্জাবের আরও উন্নতি হোক। নতুন উচ্চতায় পৌঁছক। আলিঙ্গন। অসংখ্য ভালবাসা আর শ্রদ্ধা।' পঞ্জাবে এবারের বিধানসভার মহারণে ভগবন্ত মানই ছিলেন আপের মুখ। ঐতিহাসিক জয়ের পর এ বার তিনিই হতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ভগবন্ত মানকে আস্থা দেখিয়েছিলেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদে আপের দু'বারের সাংসদ নিজের নাম শোনার পরে কেঁদে কেজরিওয়ালকে জড়িয়ে ধরেছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে পঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পছন্দ করতে ফোন লাইন খুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে নাকি বন্যার জলের মতো এসেছিল দলের কর্মীদের ফোন, সকলেই ভগবন্ত মানকে সামনে রাখতে বলেছিলেন। তাতেই শেষ পর্যন্ত বিনা-লড়াইয়ে প্রধান মুখ হয়েছিলেন তিনি। কেজরিওয়াল আগেই বলেছিলেন, 'জনতা চুনেগি আপনা সিএম।' সেই স্লোগানেই শেষ পর্যন্ত বাজিমাত করলেন মান। হলেন আম আদমির মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma on Bhagwant Mann: পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বিশেষ বার্তা কপিল শর্মার, প্রিয় বন্ধুকে লিখলেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল