TRENDING:

Death: মুহূর্তে শেষ হয়ে গেল জীবনটা...! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় পরিচালকের, পচাগলা দেহ উদ্ধার

Last Updated:

Death: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন প্রখ্যাত কন্নড় চলচ্চিত্র পরিচালক গুরুপ্রসাদ৷ মাত্র ৫২ বছর বয়সে রবিবার সকালে তাঁর বেঙ্গালুরু অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন প্রখ্যাত কন্নড় চলচ্চিত্র পরিচালক গুরুপ্রসাদ৷ মাত্র ৫২ বছর বয়সে রবিবার সকালে তাঁর বেঙ্গালুরু অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সন্দেহ করছে যে তিনি দুই বা তিন দিন আগে আত্মহত্যা করে মারা গেছেন।

Kannada Director Guruprasad
Kannada Director Guruprasad
advertisement

গত আট মাস ধরে উত্তর বেঙ্গালুরুর মদনায়কানাহাল্লি এলাকায় বসবাস করতেন৷ প্রতিবেশীরা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার পরেই তাঁর মৃত্যুর খবর জানা গেছে। নিজের বাড়ি থেকেই পরিচালকের পচাগলা দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য শুরু হয়েছে৷

আরও পড়ুন- দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন, বিয়ের সাড়ে ৮ মাসের মধ্যে কোলে কে এল শ্রীময়ীর? ছেলে না মেয়ে! নাম কী রাখলেন?

advertisement

সূত্রের মতে, গুরু প্রসাদ তার সর্বশেষ চলচ্চিত্র, রঙ্গনায়িকা, ট্যাঙ্ক হওয়ার পরে আর্থিক চাপের সম্মুখীন হয়েছিলেন, যার ফলে ঋণের বোঝা বাড়তে থাকে তাঁর। এই সংগ্রাম ধীরে ধীরে তাকে বিষণ্নতায় নিয়ে যায় বলে জানা গেছে। গুরু প্রসাদ, তার সফল চলচ্চিত্র মাতা (2006) এবং এডেলু মঞ্জুনাথ (2009) এর জন্য পরিচিত, এছাড়াও কন্নড় রিয়্যালিটি- শোতে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সম্প্রতি তিনি আবারও বিয়ে করেন। আচমকা তাঁর আত্মহত্যার খবরে শোরগোল পড়ে গিয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷

advertisement

আরও পড়ুন- অসহ্য নরকযন্ত্রণায় জীবনটাই শেষ…! বারবার ভেঙেছে প্রেম, একাধিক পুরুষসঙ্গীর কেউই থাকেনি, আত্মহত্যার চেষ্টা নায়িকার! চিনতে পারছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গুরুপ্রসাদ একজন উল্লেখযোগ্য কন্নড় চলচ্চিত্র পরিচালক ছিলেন। তার প্রথম চলচ্চিত্র, মাতা (2006), তার অনন্য গল্প বলার জন্য উল্লেখযোগ্য প্রশংসা লাভ করে। তিনি এটিকে অনুসরণ করেন এডেলু মঞ্জুনাথ (2009), একটি ডার্ক কমেডি যা তার সবচেয়ে পরিচিত কাজগুলির মধ্যে একটি হয়ে ওঠে এবং সেরা চিত্রনাট্যের জন্য কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Death: মুহূর্তে শেষ হয়ে গেল জীবনটা...! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় পরিচালকের, পচাগলা দেহ উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল