TRENDING:

Kanguva: ‘অ্যানিম্যাল’-এর আব্রারও ‘কাঙ্গুভা’-র উধিরনের সামনে ফিকে পড়ে যাবে; ববির জন্মদিনে সামনে এল শিহরণ জাগানো ফার্স্ট লুক

Last Updated:

Bobby Deol First Look From Kanguva Out: এতে শুধু অভিনেতাই নন, চমকে গিয়েছেন তাঁর ভক্তকুলও। এমনকী ওই ছবিতে ববির চরিত্রটি নিয়েও বেশ কৌতূহল প্রদর্শন করেছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গত ২৭ জানুয়ারি পঞ্চান্নয় পা দিয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছাবার্তা যেন উপচে পড়েছে। এর পাশাপাশি তাঁর আসন্ন ছবি ‘কাঙ্গুভা’-র নির্মাতারাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তা-ও এক অনন্য কায়দায়! আসলে বড় বাজেটের ওই ছবির এক বিশেষ পোস্টার প্রকাশ করে ববিকে অভিনন্দন জানিয়েছে তারা। এতে শুধু অভিনেতাই নন, চমকে গিয়েছেন তাঁর ভক্তকুলও। এমনকী ওই ছবিতে ববির চরিত্রটি নিয়েও বেশ কৌতূহল প্রদর্শন করেছেন তাঁরা।
‘কাঙ্গুভা’র ফার্স্ট লুক
‘কাঙ্গুভা’র ফার্স্ট লুক
advertisement

আসলে এই হইচইয়ের মূল কারণ হল দক্ষিণী সুপারস্টার সূর্যর সঙ্গে এই ছবিতে ফের খলনায়কের ভূমিকাতেই দেখা মিলবে ববির। ভয়ঙ্কর দোর্দণ্ডপ্রতাপ খলনায়কের এই চরিত্রটির নাম উধিরন। সেই চরিত্রের প্রথম লুকই অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে আনা হল।

আরও পড়ুন– চেয়েছিলেন আইএএস অফিসার হতে, চলছিল প্রস্তুতিও, লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে কেন পা রাখলেন অভিনেত্রী?

advertisement

আর প্রথম লুকে এক ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে ববি দেওলকে। লম্বা চুল, একটি নকল চোখ আর বুকের কাছে এক অদ্ভুতদর্শন বর্ম। সেই সঙ্গে তাঁকে ঘিরে রয়েছে প্রচুর মানুষ। সব মিলিয়ে শিহরণ জাগানো ফার্স্ট লুক। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “নির্মম। শক্তিশালী। অবিস্মরণীয়।” আর এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্ট বাক্সে উপচে পড়েছে ভক্তদের উন্মাদনা। একজন লিখেছেন, “নির্মম, শক্তিশালী এবং দুর্ধর্ষ লুক, যা কখনওই ভোলা যাবে না।” আর এক ব্যবহারকারী আবার লিখেছেন, “আগের পোস্টারের থেকে কয়েক গুণ ভাল।” অন্য এক নেটিজেনের মন্তব্য, “এমনকী ‘অ্যানিম্যাল’-এর আব্রারও উধিরনের সামনে ফিকে হয়ে গিয়েছে।”

advertisement

আরও পড়ুন-ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন

এদিকে দক্ষিণী সুপারস্টার সূর্যও নিজের আসন্ন ছবি ‘কাঙ্গুভা’ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এমনকী এই ফিল্ম সংক্রান্ত একটি ছবিও তিনি ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “কাঙ্গুভা-র শেষ শট নেওয়া হয়ে গিয়েছে। গোটা টিমই ইতিবাচকতায় ফুটছে। এটা একটা সমাপ্তির পাশাপাশি একটা নতুন সূচনাও বটে! এই সুন্দর স্মৃতির জন্য শিবা এবং ‘কাঙ্গুভা’-র টিমকে ধন্যবাদ। ‘কাঙ্গুভা’ খুবই স্পেশাল, এই ছবি পর্দায় দেখতেই হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

‘কাঙ্গুভা’ ছবির বাজেট প্রায় ৩০০ কোটি থেকে ৩৫০ কোটি টাকার মধ্যে। চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বড়সড় বাজেটের এই ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ‘দক্ষিণী ছবির সিংহম’ সূর্য। এর পাশাপাশি অভিনেত্রী দিশা পাটানিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আর ‘অ্যানিম্যাল’ ছবির মতোই আসন্ন এই ছবিতেও খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ববি দেওল।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanguva: ‘অ্যানিম্যাল’-এর আব্রারও ‘কাঙ্গুভা’-র উধিরনের সামনে ফিকে পড়ে যাবে; ববির জন্মদিনে সামনে এল শিহরণ জাগানো ফার্স্ট লুক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল