আসলে এই হইচইয়ের মূল কারণ হল দক্ষিণী সুপারস্টার সূর্যর সঙ্গে এই ছবিতে ফের খলনায়কের ভূমিকাতেই দেখা মিলবে ববির। ভয়ঙ্কর দোর্দণ্ডপ্রতাপ খলনায়কের এই চরিত্রটির নাম উধিরন। সেই চরিত্রের প্রথম লুকই অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে আনা হল।
advertisement
আর প্রথম লুকে এক ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে ববি দেওলকে। লম্বা চুল, একটি নকল চোখ আর বুকের কাছে এক অদ্ভুতদর্শন বর্ম। সেই সঙ্গে তাঁকে ঘিরে রয়েছে প্রচুর মানুষ। সব মিলিয়ে শিহরণ জাগানো ফার্স্ট লুক। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “নির্মম। শক্তিশালী। অবিস্মরণীয়।” আর এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্ট বাক্সে উপচে পড়েছে ভক্তদের উন্মাদনা। একজন লিখেছেন, “নির্মম, শক্তিশালী এবং দুর্ধর্ষ লুক, যা কখনওই ভোলা যাবে না।” আর এক ব্যবহারকারী আবার লিখেছেন, “আগের পোস্টারের থেকে কয়েক গুণ ভাল।” অন্য এক নেটিজেনের মন্তব্য, “এমনকী ‘অ্যানিম্যাল’-এর আব্রারও উধিরনের সামনে ফিকে হয়ে গিয়েছে।”
আরও পড়ুন-ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন
এদিকে দক্ষিণী সুপারস্টার সূর্যও নিজের আসন্ন ছবি ‘কাঙ্গুভা’ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এমনকী এই ফিল্ম সংক্রান্ত একটি ছবিও তিনি ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “কাঙ্গুভা-র শেষ শট নেওয়া হয়ে গিয়েছে। গোটা টিমই ইতিবাচকতায় ফুটছে। এটা একটা সমাপ্তির পাশাপাশি একটা নতুন সূচনাও বটে! এই সুন্দর স্মৃতির জন্য শিবা এবং ‘কাঙ্গুভা’-র টিমকে ধন্যবাদ। ‘কাঙ্গুভা’ খুবই স্পেশাল, এই ছবি পর্দায় দেখতেই হবে।”
‘কাঙ্গুভা’ ছবির বাজেট প্রায় ৩০০ কোটি থেকে ৩৫০ কোটি টাকার মধ্যে। চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বড়সড় বাজেটের এই ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ‘দক্ষিণী ছবির সিংহম’ সূর্য। এর পাশাপাশি অভিনেত্রী দিশা পাটানিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আর ‘অ্যানিম্যাল’ ছবির মতোই আসন্ন এই ছবিতেও খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ববি দেওল।