TRENDING:

Kangana Ranaut to play Sita : সীতার ভূমিকায় অভিনয় করবেন ‘কুইন’ কঙ্গনা, করিনা নন

Last Updated:

বড় পর্দায় সীতার ভূমিকায় এ বার কঙ্গনা রানাউত (Kangana Ranaut to play Sita), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) নন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বড় পর্দায় সীতার ভূমিকায় এ বার কঙ্গনা রানাউত (Kangana Ranaut to play Sita), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) নন ৷ ‘রামায়ণ’ মহাকাব্য অনুসরণ করে তৈরি হবে এই পিরিয়ড ড্রামা ৷ পরিচালনার দায়িত্বে আছেন অলৌকিক দেশাই ৷ সীতার ভূমিকায় কঙ্গনার অভিনয় করার কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন অলৌকিক ৷  ছবিটি মুক্তি পাবে পাঁচটি ভাষায় ৷
advertisement

আসন্ন এই ছবির একটি টিজার পোস্টার শেয়ার করেছেন কঙ্গনা ৷ লিখেছেন, একগুচ্ছ প্রতিভাধর শিল্পীদের মাঝে কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পেয়ে তিনি খুশি ৷ কঙ্গনাকে সমর্থন করেছেন প্রযোজক সালোনি শর্মা ৷ তাঁর কথায়, একজন মহিলা হিসেবে তাঁর কাছে ‘দ্য ইনকারনেশন সীতা’ (The Incarnation Sita) প্রজেক্টে কঙ্গনা রানাউতকে স্বাগত জানানোর মতো খুশির খবর আর কিছুই হতে পারে না ৷ সালোনি মনে করেন, ভারতীয় নারীর উদ্যমের প্রতীক হলেন কঙ্গনা ৷ তাঁর মতো সাহসিনীর মধ্যে ভারতীয় নারী বৈশিষ্ট্য বহমান ৷ মনে করেন সালোনি ৷

advertisement

আরও পড়ুন : জাভেদ আখতারের আনা মামলায় শুনানির দিন হাজির না হলে এ বার কঙ্গনার নামে গ্রেফতারি পরোয়ানা

এর আগে সীতার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছিল করিনার কাছে ৷ কিন্তু গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন ৷ এর জন্য তাঁকে নেটিজেনদের কাছে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয় ৷ অধিকাংশ নেটিজেনের মত ছিল, সীতার মতো চরিত্রে অভিনয়ের জন্য এত টাকা দাবি করা ঠিক হয়নি করিনার ৷ শোনা যায়, করিনা অবশ্য তাঁর দাবিতে অনড় ছিলেন ৷

advertisement

প্রকাশ্যে সে কথা স্বীকার না করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যা চান, স্পষ্ট করে জানিয়ে দেন ৷ তিনি মনে করেন, সে টুকু সম্মান অন্তত তাঁর পাওয়া উচিত ৷ তবে কঙ্গনা ও করিনাকে একই প্রোজেক্টের জন্য ভাবা হয়েছিল কি না, সে নিয়েও দ্বন্দ্ব রয়েছে ৷ তবে শোনা যাচ্ছে, দুই নায়িকার সঙ্গে একই ছবির বিষয়ে কথা হয়েছিল ৷

advertisement

আরও পড়ুন : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

জাভেদ আখতারের দায়ের করা মানহনির মামলায় কঙ্গনা সম্প্রতি ঈষৎ বিপর্যস্ত ৷ তবে কাজের দিকে ‘কুইন’ কিন্তু স্বমহিমায় ফের উজ্জ্বল ৷ গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘থলাইভি’ ৷ পাশাপাশি তাঁর আসন্ন ছবির মধ্যে আছে ‘ধকড়’ এবং ‘তেজস’ ৷ ‘ধকড়’-এ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও ৷ এ ছাড়া ‘অপরাজিত অযোধ্যা’ পরিচালনা করছেন কঙ্গনা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut to play Sita : সীতার ভূমিকায় অভিনয় করবেন ‘কুইন’ কঙ্গনা, করিনা নন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল