কঙ্গনা ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই শ্যুটিং সেটের কিছু ছবি। তাঁকে যেখানে দেখা যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধির চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলি অধিকাংশতে তাঁকে ক্যামেরার পিছনেই কাজ করতে দেখা যাচ্ছে। কখনও মাইক হাতে অভিনেতাদের নির্দেশ দিচ্ছেন। কখনও বা মনিটরে দৃশ্যগুলি দেখছেন।
ছবির সঙ্গে দীর্ঘ লেখা লেখেন তিনি। আর সেখান থেকেই জানা যায়, ছবিটি শেষ করার জন্য নিজের সমস্ত সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে তাঁকে। শুধু তা-ই নয়, শ্যুটিংয়ের প্রথম অধ্যায়ে ডেঙ্গু জ্বরে ভুগেছিলেন নায়িকা। পোস্টে তিনি নিজের ছবির কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভক্তদের আশ্বস্ত করে বলেন, আপাতত তিনি নিরাপদ আছেন, দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি আর নেই।
আরও পড়ুন: আমি রাজনৈতিক বিদ্বেষের শিকার হইনি ঠিকই, কিন্তু টালিগঞ্জে এই ঘটনা ঘটে: রূপা গঙ্গোপাধ্যায়
আরও পড়ুন: বৌমাকে ভালবাসা, ভাইয়ের বিয়েতে আবেগপ্রবণ শ্রেয়া, সমুদ্রের ধারে 'টু স্টেট ওয়েডিং'!
তাঁর লেখায়, 'আমার জীবনের সবথেকে ঐতিহ্যবাহী সময়ের মধ্যে দিয়ে গেলাম। মনে হবে, অত্যন্ত সহজ রাস্তা ছিল, কিন্তু সত্যিটা তার থেকে আসলে বড়ই দূরে। নিজের প্রত্যেকটা জিনিস বন্ধক রাখা থেকে শুরু করে শ্যুটের প্রথম অধ্যায়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া, ব্লাড প্লেটলেট খুব কম থাকা সত্ত্বেও শ্যুট করে যাওয়া, ব্যক্তিমানুষ হিসেবে ক্রমাগত পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছি। নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় সপাটে বলি বলে নাম রয়েছে আমার। কিন্তু এই সমস্ত ঘটনার কথা জানায়নি কাউকে। কারণ যাঁরা আমার শুভাকাঙ্খী, তাঁদের দুশ্চিন্তায় রাখতে চাইনি। আর যাঁরা আমার পতন দেখতে চান, তাঁদের সামনের নিজের যন্ত্রণার কথা বলে তাঁদের আনন্দ দিতে চাইনি।'
কঙ্গনার কথায়, 'এ যেন আমার পুনর্জন্ম! এর আগে এত বেশি করে জীবিত থাকার আনন্দ টের পাইনি।'
এই ছবির চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ। কঙ্গনার 'ধড়ক' ছবির লেখকও তিনি। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধরি, সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপাডেকে। গত জুন মাসে শ্যুট শুরু হয়ে অসমে ছবির কাজে ইতি টানলেন 'ক্যুইন'।