সামনে অক্টোরেই নাকি এই দুই তারকা বিয়েটাও সেরে ফেলতে চলেছেন ৷ সেই কারণেই নাকি ‘ভারত’ছবিটি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি ৷ তারপরেও খুশি ‘ভারত’ ছবির পরিচালক আলি আব্বাস ৷ প্রিয়াঙ্কার আগামী জীবনের জন্য জানিয়েছেন শুভেচ্ছাও ৷ তবে খুশি নন, প্রিয়াঙ্কার প্রচণ্ড ভাল বন্ধু কঙ্গনা রাণাওয়াত ৷ প্রিয়াঙ্কার বাগদানের খবর পেয়ে বেশ খারাপ লেগেছে তাঁর ৷ কিন্তু কেন?
advertisement
এ প্রসঙ্গে কঙ্গনার কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিল একটি সংবাদ মাধ্যম ৷ এক উত্তরে তিনি উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন-‘‘তাই না-কি? ও আমার খুব ভাল বন্ধু।’’ এর সঙ্গে আরও যোগ করে বলেন,‘‘এমন একটি বিষয় ও আমাকে বলেনি, আমি বিষয়টি নিয়ে সত্যিই খুব মর্মাহত। ’’
মধুর ভাণ্ডারকরের 'ফ্যাশন' ছবিতে কাজ করার সময় বন্ধুত্ব হয় দুজনের। যে ছবিটি দুজনের ক্যারিয়ারেরই টার্নিং পয়েন্ট ছিল। এ ছবিটিই তাঁদের দুজনকে আজ 'সাপোর্টিং' থেকে 'সলো লিড' অভিনেত্রী হতে সহায়তা করেছে।
নানা সময়ে এই দুই অভিনেত্রীর বন্ধুত্বের নানা প্রমাণ আমরা পেয়েছি। এখন দেখার বিষয়, প্রিয়াঙ্কা ফোন করে বা অন্য কোনো মাধ্যমে কঙ্গনাকে এনগেজমেন্টের বিষয়টি না জানানোর কারণ ব্যাখ্যা করেন কিনা।