এই ব্যবহারের পর ফিল্মফেয়ার সংস্থা নমিনেশন থেকে অভিনেত্রীর নাম সরিয়ে নেয়। লম্বা একটা স্টেটমেন্ট লেখেন তাতে তাঁরা বলেন, "অযৌক্তিক বিদ্বেষপূর্ণ মন্তব্য' এবং তাঁর অভিযোগকে মিথ্যা বলেও অভিহিত করেছেন। বিবৃতিতে লেখা রয়েছে, "আজ ফিল্মফেয়ারে, শ্রীমতি কঙ্গনা রানাউতের অযৌক্তিক বিদ্বেষপূর্ণ মন্তব্যের শিকার হওয়া আমাদের কষ্ট দেয়।"
ফের অভিনেত্রীকে সংস্থা লেখেন, "পুরষ্কারের সময় প্রথা অনুযায়ী ফিল্মফেয়ারের সম্পাদক মিসেস রানাউতকে একটি প্রধান ভূমিকায় মহিলা বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন সম্পর্কে বেছেছিলেন এবং আমন্ত্রণ পাঠানোর জন্য তাঁর ঠিকানা চেয়েছিলেন। কোনো সময়েই তাঁকে কোনো পুরস্কার দেওয়া বা অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য কোনো অনুরোধ জানানো হয়নি এর আগে।"
advertisement
আরও পড়ুন: 'পুষ্পা'-এর দ্বিতীয় সিক্যুয়েলে আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানারা অভিনয় করবেন পশ্চিমবাংলার মাটিতে
গত ২০১৪ এবং ২০১৫-তে পরপর দুবছর কঙ্গনা সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন কুইন এবং তানু ওয়েডস মানু সিনেমার জন্য। পরের বছর তানু ওয়েডস মানু রিটার্নসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?
কঙ্গনা তার উত্তরে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, "@ফিল্মফেয়ার অবশেষে আমার সেরা অভিনেত্রীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। যাঁরা আমাকে দুর্নীতিবাজ সিস্টেমের বিরুদ্ধে এই লড়াইয়ে সমর্থন করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ কিন্তু এটি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া থেকে আমাকে বাধা দেয় না...আমার প্রচেষ্টা এই অনৈতিক অনুশীলনের অবসান ঘটানো এবং এই ধরনের দূষিত পুরস্কার শো বন্ধ করা দরকার...আদালতে দেখা হবে @filmfare."