TRENDING:

Kangana Ranaut on RG Kar Case: ‘নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা...’ ! আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা

Last Updated:

ইনস্টাগ্রামে আরজি করের ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন কঙ্গনা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আন্দোলনে নেমেছেন চিকিৎসকদের একাংশ। সোচ্চার বুদ্ধিজীবীরাও। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা
আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা
advertisement

ইনস্টাগ্রামে এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন কঙ্গনা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে বলেও দাবি করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন– ফিরলেন বড় সাধের ইন্সপেক্টর, দ্বিতীয় সিজনের ট্রেলার লঞ্চে শহর পেল গায়ে কাঁটা দেওয়া রহস্য আর জিভে জল আনা ‘নলিনীকান্ত মিষ্টি’র স্বাদ

advertisement

ইনস্টাগ্রামে ঘটনার বিবরণ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “কলকাতায় সরকার পরিচালিত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ মহিলা চিকিৎসকের হত্যা এক নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা। শুক্রবার সকালে সেমিনার হলে ওই মহিলা শিক্ষানবিশ চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ পাওয়া যায়। তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে, খুনের আগে যৌন নির্যাতনের ইঙ্গিতও মিলেছে। আশা করি, সিবিআই-এর হাতে মামলার তদন্তভার তুলে দেওয়া হবে। দোষীরা কঠোর শাস্তি পাবে।’’

advertisement

অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, সিবিআই তদন্তে তাঁর আপত্তি নেই। কলকাতা পুলিশকে এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি। তার মধ্যে মামলার সমাধান না হলে সিবিআইকে ডাকা হবে বলে জানিয়েছেন মমতা। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, রাজ্য সরকার চায় আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যা মামলার দ্রুত বিচার হোক।

advertisement

আরও পড়ুন– ফিক্সড ডিপোজিটে ৮.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক, দেখে নিন মেয়াদ ও অন্যান্য সুবিধা

প্রসঙ্গত, শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয় তাঁকে। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভল্যান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলা চিকিৎসককে হত্যার প্রতিবাদে দেশব্যাপী চিকিৎসক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন। পদ থেকে ইস্তফা দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এসবের মধ্যেই মধ্যেই সামনে এল কঙ্গনার ইনস্টাগ্রাম পোস্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’র ট্রেলার। এই ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut on RG Kar Case: ‘নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা...’ ! আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল