TRENDING:

Kangana Ranaut : কালো জাদু ও বশীকরণের আশ্রয় নিয়েছিলেন! পায়েলের গোপন কথা শুনে কী বললেন কঙ্গনা

Last Updated:

Kangana Ranaut : বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তিত্ব এই শোয়ে অংশ নিয়েছেন। তার মধ্যে একজন হলেন পায়েল রোহাতগি (Payal Rohatgi)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) রিয়্যালিটি শো লক আপ (Lock Upp)। বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তিত্ব এই শোয়ে অংশ নিয়েছেন। তার মধ্যে একজন হলেন পায়েল রোহাতগি (Payal Rohatgi)। সম্প্রতি নিজের ব্যাপারে একটি গোপন তথ্য ফাঁস করলেন পায়েল। কেরিয়ার, কাজ কর্মের জন্য নাকি এক সময়ে বশীকরণের আশ্রয় নিয়েছিলেন তিনি।
কালো জাদু ও বশীকরণের আশ্রয় নিয়েছিলেন! পায়েলের গোপন কথা শুনে কী বললেন কঙ্গনা
কালো জাদু ও বশীকরণের আশ্রয় নিয়েছিলেন! পায়েলের গোপন কথা শুনে কী বললেন কঙ্গনা
advertisement

পায়েল বলছেন, "১৫ বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। একটা সময়ে আমার কেরিয়ার মোটেই ভালো দিকে এগোচ্ছিল না। তখন আমি ভালো কাজ পাওয়ার জন্য তন্ত্র সাধনার সাহায্য নিয়েছিলাম। আমার মনে হয় না কোনও শিক্ষিত মানুষ কেরিয়ারের উন্নতির জন্য তান্ত্রিক পুজো করতে রাজি হবেন। যদিও কেউ করে থাকেন, তারা সেটা লুকিয়ে রাখবেন। আমি বশীকরণও করেছি।"

advertisement

কেরিয়ারে উন্নতির জন্য এমন নানা রকমের পথ অনুসরণ করেছিলেন পায়েল। তিনি বলছেন, "দিল্লিতে একজন পূজারী ছিলেন। তিনি এমন কাউকে স্মরণ করতে বলেছিলেন যাকে আমি নিজের বশে আনতে চাই। আমি অনেক কিছু করেছিলাম। কিন্তু কিছু লাভ হয়নি। আমি ভয় পেতাম, আমি যদি কাউকে বলি যে আমি বশীকরণ করেছি আর তার পরেও কেরিয়ারে কোনও লাভ হয়নি তাহলে আমায় নিয়ে সবাই ঠাট্টা ইয়ার্কি করবে। এটা একটা গোপন ব্যাপার। আমার মনে হয় না কোনও শিক্ষিত মানুষ এসব করবে।"

advertisement

আরও পড়ুন- পূজা বেদীর মেয়ে! হট লুকে পারদ চড়ালেন আলায়া ফার্নিচারওয়ালা

পায়েলের এই কথা শুনে হাসেন শোয়ের সঞ্চালিকা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তিনি বলেন, "তার মানে তুমি কালা জাদু করে লোকজনকে বশ করতে চেয়েছ। পায়েল, আমার মনে হয় তুমি খুবই সুন্দরী ও গুণী। তোমার এসব তান্ত্রিকদের দরকার নেই। তুমি এমনিই লোকজনকে বশে আনতে পারো। অনেক রকমের কুসংস্কার আছে। ইন্ডাস্ট্রিতে আসার পরে আমায় শুনতে হয়েছিল, এই মেয়েটা কালা জাদু করে। একজন মহিলা সফল হলে, লোকজন সন্দেহ করে। তুমি এটা বলার জন্য যথেষ্ট সাহস দেখিয়েছ।"

advertisement

খুব শীঘ্রই পায়েল বিয়ে করতে চলেছে কুস্তীগির সংগ্রাম সিংকে। কঙ্গনা (Kangana Ranaut) জিজ্ঞাসা করেন, "এখন তো সংগ্রামও ভাবতে পারে, তুমি ওকে বশীকরণ করেছ। তখন তুমি কী বলবে পায়েল?" উত্তরে পায়েল বলেন, "ও যা বিশ্বাস করে তা ও করুক। ওর উপর আমি বশীকরণ করিনি।"

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut : কালো জাদু ও বশীকরণের আশ্রয় নিয়েছিলেন! পায়েলের গোপন কথা শুনে কী বললেন কঙ্গনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল