তা হল কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর প্রেম। এমনটাই দাবি করেছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। যদিও সে সময় শ্রীময়ী বলেছিলেন, কাঞ্চন তাঁর দাদার মতো। ২৭ বছরের বড়। কাঞ্চনের সঙ্গে প্রেমের প্রশ্ন ওঠেই না। ফের নতুন করে চর্চায় এলেন কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ী।
ওহ লাভলি’র বিশেষ প্রদর্শনীতে বিকিনি কাট ব্লাউজ, কালো শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী। কাঞ্চনের দেখা মিলল কালো শার্ট-প্যান্টে। এমনিতে রংমিলিয়ে পোশাক পরার জন্য বারবার চর্চায় আসেন শোভন-বৈশাখী। এবার কি সেই তালিকায় নতুন নাম কাঞ্চন-শ্রীময়ী?
advertisement
মদন মিত্র অভিনীত নতুন বাংলা ছবি ‘ও লাভলি’ । রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিয়েছেন। ফলে এই সিনেমা নিয়ে এমনিতেই সরগরম টলিউড। তার উপর সেই প্রদর্শনীতেই এভাবে হাজির কাঞ্চন-শ্রীময়ী। তা নিয়ে যে জলঘোলা হবেই সে কথা বলার অপেক্ষা রাখে না।