TRENDING:

Kanchan-Sreemoyee: শোভন-বৈশাখী এখন অতীত... এবার রংমিলান্তি পোশাকে হৈ হৈ কাণ্ড ঘটালেন কাঞ্চন-শ্রীময়ী, পিঙ্কি অতীত?

Last Updated:

Kanchan-Sreemoyee: কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের প্রেমের জল্পনা শুরু বছর দুয়েক আগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্রীময়ী চট্টরাজ। নিশ্চয় চিনতে পারছেন টলিউডের এই নায়িকাকে! টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’ অনেকেই দেখেছেন। এই ধারাবাহিকের টিআরপি-ও বেশ ভালো ছিল। এই ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা। শ্যামাকে নানা ভাবে বিপদে ফেলার জন্য সব সময় তৈরি থাকত রাধা-রানি। এই রাধা-রানির চরিত্রেই অভিনয় করেছিলেন শ্রীময়ী। এই ধারাবহিক থেকেই জনপ্রিয়তা পান শ্রীময়ী। তবে ২০২১-এর একটি ঘটনা তাঁকে আরও বেশি চর্চায় এনেছিল।
advertisement

তা হল কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর প্রেম। এমনটাই দাবি করেছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। যদিও সে সময় শ্রীময়ী বলেছিলেন, কাঞ্চন তাঁর দাদার মতো। ২৭ বছরের বড়। কাঞ্চনের সঙ্গে প্রেমের প্রশ্ন ওঠেই না। ফের নতুন করে চর্চায় এলেন কাঞ্চন-পিঙ্কি-শ্রীময়ী।

ওহ লাভলি’র বিশেষ প্রদর্শনীতে বিকিনি কাট ব্লাউজ, কালো শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী। কাঞ্চনের দেখা মিলল কালো শার্ট-প্যান্টে। এমনিতে রংমিলিয়ে পোশাক পরার জন্য বারবার চর্চায় আসেন শোভন-বৈশাখী। এবার কি সেই তালিকায় নতুন নাম কাঞ্চন-শ্রীময়ী?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মদন মিত্র অভিনীত নতুন বাংলা ছবি ‘ও লাভলি’ । রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিয়েছেন। ফলে এই সিনেমা নিয়ে এমনিতেই সরগরম টলিউড। তার উপর সেই প্রদর্শনীতেই এভাবে হাজির কা‍ঞ্চন-শ্রীময়ী। তা নিয়ে যে জলঘোলা হবেই সে কথা বলার অপেক্ষা রাখে না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan-Sreemoyee: শোভন-বৈশাখী এখন অতীত... এবার রংমিলান্তি পোশাকে হৈ হৈ কাণ্ড ঘটালেন কাঞ্চন-শ্রীময়ী, পিঙ্কি অতীত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল