ভিডিওয়ে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বরকে কোলে তুলে আনন্দে একপাক খেলেন কনে। শ্রীময়ীর কাণ্ড দেখে চমকে উঠেছেন কাঞ্চনও। সকলে হইহই করে এসে শ্রীময়ীর কোল থেকে কাঞ্চনকে নামিয়ে আনেন। তারপর খিলখিলিয়ে হেসে ওঠেন কনে।
আরও পড়ুন: ‘ধুঁকছেন’ কাঞ্চন, আহ্লাদে আটখানা শ্রীময়ী… বিধায়ক-নায়িকার বাসরঘরের ঝলক! কেমন কাটল বিয়ের রাত
এদিকে গুরুজনেরা শ্রীময়ীকে হালকা ধমক দেন, বরের সঙ্গে এমন না করার জন্য। কিন্তু বর-কনে যেন নিজেদের দুনিয়াতেই মগ্ন। ভিডিওর নেপথ্যে আবার ‘১০০ পারসেন্ট লাভ’ গানটি চালানো হয়েছে।
গোটা রিল ভিডিও জুড়ে বিয়ের বিভিন্ন মুহূর্ত। মালাবদল, সিঁদুরদান, সাতপাক ঘোরা, শুভদৃষ্টি, আরও কত কী। টুকটুকে লাল বেনারসির সঙ্গে ভারী সোনার গয়নায় সেজেছিলেন শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবী। আগামী ৬ মার্চ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।
আজ, ভাতকাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হল কাঞ্চনের বাড়িতে। লাল শাড়ি-ব্লাউজ এবং লাল পাঞ্জাবীর যুগলবন্দিতে বর-কনেকে ঝলমলে দেখাচ্ছে। ভাতকাপড়ের ছবিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।
