ভিডিওয় দেখা যাচ্ছে দুই বোন কাঁচা বাদাম (Kancha Badam) গানে নাচছেন। দুজনেরই পরনে শাড়ি। এনা পরেছেন হলুগ শাড়ির সঙ্গে লাল বেল স্লিভ ব্লাউজ। অন্যদিকে ডোনা পরেছেন লাল শিফন শাড়ির সঙ্গে হলুদ ব্লাউজ। এনা (Ena Saha) সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসেবেও পরিচিত। তাই এই ভিডিও পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়।
ভিডিওটি করার সময়ে সেখানে একটি বাঘ ও একটি বাঁদরের মূর্তি ছিল। তাই মজার ছলে ডোনা সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, "চিড়িয়াখানায় আগুন লেগেছে। পশুদের খুব গরম লাগছে কারণ আমরা কাঁচা বাদাম গানে নাচছি।" দুই বোনের নাচ দেখে আনন্দ পেয়েছেন তাঁদের অনুরাগীরাও। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই।
advertisement
আরও পড়ুন- ফের গর্ভবতী নেহা ধুপিয়া? দুই সন্তানের মা কি আবার সুখবর দিলেন?
প্রসঙ্গত, এই গান বেঁধে বীরভূমের দুবরাজপুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকার। তাঁর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কয়েকজন। তারপর রাতারাতি ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম (Kancha Badam) গান জনপ্রিয় হয়ে ওঠে। শুধু গানই নয়, জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকর নিজেও।
আরও পড়ুন- কৃতী স্যাননের এক নতুন প্রতিভা ফাঁস! নেটিজেন ভিডিও দেখে বলছে ' এ তো দারুণ!
গানটি (Kancha Badam) এতটাই ভাইরাল হয় যে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও এটি জনপ্রিয় হয়েছে। বহু মানুষ ইনস্টাগ্রাম রিলে এই গান ব্যবহার করেছেন। নেচেছেন কাঁচা বাদাম গানের সঙ্গে।