TRENDING:

Kamal Hasan-Rajinikanth: কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা

Last Updated:

ইন্ডাস্ট্রিতে আমাদের গুরু একজনই (কে বালাচান্দার)৷ তবে হ্যাঁ, অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এখানেও প্রতিযোগিতা রয়েছে৷ কিন্তু তা বলে একে ওপরকে হিংসা করি এমনটা নয়৷ আমরা আমাদের টয়েন্টিজে একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: প্রায় আশির দশক৷ ‘গ্রেফতার’ চলচ্চিত্রে শেষবারের মতো দেখা দিয়েছিল, দক্ষিণের দুই মহাতারকাকে৷ রজনিকান্ত ও কমল হাসানকে জুটিকে শেষবারের মতো দেখেছিল দেশের আপামর সিনে পাগল দর্শক৷
কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা
কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা
advertisement

তারপর দু’জনেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন৷ কিন্তু এই দুজনকে এক সঙ্গে আর চলচ্চিত্রের পর্দায় কখনও দেখতে পাননি দর্শকেরা৷ তবে পর্দার ওপারে বেশ ভালই সম্পর্ক ছিল দক্ষিণ ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকার৷

আরও পড়ুন:জেলে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ! সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

বিভিন্ন ইভেন্টে প্রায়ই একে অন্যের কাজের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা৷ অথচ পর্দায় ওপারে দুজনের যুগলবন্দি দেখা গেল না কেন? সেই নিয়ে মুখ খুললেন কমল হাসান৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা একসঙ্গে কাজ করেছি৷ এই কম্বিনেশনটা নতুন তো কোনও কিছু নয়! আমরা একসঙ্গে আগেও অনেক কাজ করেছি৷ তারপর এটা আমাদের দুজনের নিজস্ব সিদ্ধান্ত ছিল যে, আর একসঙ্গে কাজ করব না৷ তার মানে এটা নয় যে, আমরা একে অপরের সাঙ্ঘাতিক কম্পিটিটর৷ ইন্ডাস্ট্রিতে আমাদের গুরু একজনই (কে বালাচান্দার)৷ তবে হ্যাঁ, অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এখানেও প্রতিযোগিতা রয়েছে৷ কিন্তু তা বলে একে ওপরকে হিংসা করি এমনটা নয়৷ আমরা আমাদের টয়েন্টিজে একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷’’

advertisement

আরও পড়ুন: ছবি না করেও প্রচুর টাকা করিশ্মা কাপুরের, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে, আয় কীভাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কেবল তাঁর ও রজনিকান্তের জুটি না বাঁধার কারণ নিয়েই কথা বলেননি৷ আকুণ্ঠ ভালবাসা দেওয়ার জন্য হিন্দি দর্শককেও ধন্যবাদ জানালেন তিনি৷ ১৯৮১ সালে তেলেগু চলচ্চিত্রের রিমেক ‘এক দুজে কে লিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন কমল হাসান৷ সেই সময় তিনি ঠিক করে হিন্দিও বলতে পারতেন না৷ ‘ইন্ডিয়া টু’ র হিন্দি ভার্সানের ট্রেলার লঞ্চে গিয়ে মিডিয়াকেও কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘‘আমি প্রথম যখন এসেছিলাম, সবসময় ভাবতাম তামিলনাড়ুই আমার জায়গা৷ আপনারাই প্রায় ৩৫ বছর বা তারও আগে আমাকে শিখিয়েছিলেন, আমি একজন ভারতীয়৷ আমি তখন কেবল দক্ষিণের অভিনেতা ছিলাম, আপনারাই আমাকে সমগ্র ভারতের অভিনেতা বানিয়েছেন৷ তার জন্য সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ৷ আমি তো প্রথমে একটা হিন্দি শব্দও জানতাম না৷ আপনাদের সকলের সমর্থন ছাড়া এই জায়গায় আমার পৌঁছানো প্রায় অসম্ভব ছিল৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kamal Hasan-Rajinikanth: কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল