ইন্টারন্যাশনাল পারফর্মিং আর্টস ফেস্টিভ্যাল আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইন্ডিয়ান মিউজিয়ামে। পুরস্কার প্রাপ্ত একাধিক কলাকুশলীর পাশাপাশি এই অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলেছিল। তার মধ্যে ৪০ মিনিটের প্রযোজনা ছিল ‘মহামানবের সাগরতীরে’। প্রেক্ষাগৃহ ভরে গিয়েছিল দর্শকে। যাঁরা এই অনুষ্ঠান দেখে আপ্লুত।
advertisement
আরও পড়ুন: শহরে অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না, সল্টলেকে চালু করলেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নতুন কোর্স
এই নৃত্যানুষ্ঠানের পরিচালনায় ছিলেন ড. শুভাশিস ভট্টাচার্য এবং সুস্মিতা ভট্টাচার্য। হাজরার ‘কলাক্ষেত্রম’ নৃত্য প্রতিষ্ঠানের কর্ণধার এই শিল্পী দম্পতিই। মেঘনা নন্দী এই নৃত্যানুষ্ঠানের পাঠের দায়িত্বে ছিলেন। একাধিক ছাত্রছাত্রীকে নিয়ে মঞ্চে ‘মহামানবের সাগরতীরে’ উপস্থাপিত হয়েছে।