এর পরই মুক্তি পায় নেহা ও আদিত্যর মিউজিক ভিডিও। তুমুল হিট হয় সেই ভিডিও। এর পর নেহা ফের বলেন তিনি বিয়ে করছেন। তিনি নাকি এবার বিয়ে করছেন পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে। ২৪ অক্টোবর তাঁর বিয়ে। ঠিক আছে মানুষ সবে বিশ্বাস করতে শুরু করেছেন। এমন সময় ফের ধামাকা। নেহা তাঁর নতুন মিউজিক ভিডিও 'নেহু দ্য বিহা'-র পোস্টার শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায় তাঁর সঙ্গে জুটু বেঁধে গান গাইছেন রোহনপ্রীত সিং। এই পোস্টার দেখে ফের চমক লাগে। বিশাল দদলানি কমেন্ত করেন, "আরে সত্যি বিয়ে করছো তো? বুঝতে পারছি না কিছুই। পার্টির জন্য নতুন কাপড় সেলাই করবো, নাকি লাইক দেবো? কোনটা?" র্যাপার বাদশাও কমেন্ট করে বলেন, "আমি কিছুই বুঝতে পারছি না।" তবে নেহা সে সময় কিছু জানাননি। এর পর ২১ অক্টোবর মুক্তি পায় তাঁর ও রোহনের মিউজিক ভিডিও। যা ইতিমধ্যেই বহু মানুষ পছন্দ করেছেন।
advertisement
কিন্তু প্রশ্ন হল নেহা কি আদৌ বিয়েটা করছেন? এ নিয়ে সবাই প্রশ্ন করছেন। নেহা জানিয়েছেন তিনি বিয়েটা এবার করছেন। তবে এর আগে চার বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। সে সম্পর্ক ভেঙে যাওয়ায় ডিপ্রেশনে চলে যান তিনি। তারপরই রোহনপ্রীতকে ভালোবাসেন। এবং প্রেম ভালোবাসা ও বিয়ের গল্প বলেন তিনি গানে গানে। ২৪ তারিখ করছেন বিয়ে নেহা। তাঁর আগেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। নেহার এই বিয়ের সাজের ছবি।