TRENDING:

Kakababur Protyaborton: প্রসেনজিৎকে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর জন্য শুভেচ্ছা অমিতাভ বচ্চনের, ডাকলেন 'বুম্বা' বলেই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে টলিউডের বেতাজ বাদশা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ (Kakababur Protyaborton)! কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি এটি! ছবি মুক্তির আগে আনন্দের সপ্তম স্বর্গে প্রসেনজিৎ, পেলেন দারুন এক সারপ্রাইজ! তাঁকে শুভেচ্ছা জানালেন খোদ বলিউডের বিগবি অমিতাভ বচ্চন!
advertisement

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর (Kakababur Protyaborton) ট্রেলার দেখে এতটাই মুগ্ধ হয়েছেন অমিতাভ, যে তিনি নিজেই ট্যুইট করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর ট্রেলার! এখানেই চমকের শেষ নয়, অমিতাভ প্রসেনজিৎকে ডাকলেন বুম্বা নামে! এই নাম বাঙালির খুব চেনা! ঘনিষ্ঠদের কাছে সুপারস্টার প্রসেনজিৎ প্রিয় বুম্বা বা বুম্বাদা! ট্যুইটারে 'বাংলার জামাই' লেখেন, ''বুম্বা… সকল শুভ কামনা’। বাংলাতেই লিখলেন বিগবি।

advertisement

অমিতাভের ট্যুইটে উচ্ছ্বসিত বুম্বা, ধন্যবাদ জানিয়ে লিখলেন , 'অনেক ধন্যবাদ স্যার। আপনার আশীর্বাদ আমাদের কাছে পরমপ্রাপ্তি!' অমিতাভের ট্যুইটের উত্তর দেন সৃজিত-ও! লেখেন, ''আপনার শুভেচ্ছা আমাদের কাছে অনেক কিছু''

advertisement

গোটা লকডাউন জুড়ে বারেবারে পিছিয়েছে ছবির মুক্তি! দর্শক মহল মুখিয়ে ছিল, কবে পর্দায় ফের দেখা যাবে প্রসেনজিৎ-সৃজিত ম্যাজিক? অবশেষে প্রতীক্ষার অবসান! ৪ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন হলে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ঘটছে। শেষবার যখন বড়পর্দায় কাকাবাবুকে দেখা যায় তখন তিনি মরুভূমিতে। এবার তিনি আফ্রিকার জঙ্গলে। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল কাকাবাবু সিরিজের প্রথম ছবি 'মিশর রহস্য', চার বছর পর মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’ (২০১৭)। তিন বছর পর এবার 'কাকাবাবুর প্রর্ত্যাবতন' (Kakababur Protyaborton) নিয়ে হাজির সৃজিত-প্রসেনজিৎ 'হিট-মেশিন'।

advertisement

আরও পড়ুন: শুভ জন্মদিন কবিতা কৃষ্ণমূর্তি, শুনে নিন শিল্পীর কিছু সুপারহিট গান

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি  ছবিটি। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এবার শুধু বাংলাতে নয়, মুক্তি পাবে হিন্দিতেও। ছবির প্রেক্ষাপট কেনিয়া। সন্তুকে নিয়ে কেনিয়া বেড়াতে যান কাকাবাবু। নাইরোবি শহরে ঘোরার সময় কাকাবাবুকে খুনের হুমকি দেওয়া হয়। সেখানেই স্থানীয় ভারতীয় ব্যবসায়ী অশোক দেশাই কাকাবাবুকে আমন্ত্রণ জানান মাসাইমারার গভীর জঙ্গলে অবস্থিত তাঁর হোটেলে। সেখানে পৌঁছন কাকাবাবু, তার পরই ঘটতে থাকে একের পর এক কাণ্ড! কাকাবাবু জানতে পারেন, কিছুদিন আগে দুই পর্যটক সেখান থেকে নিঁখোজ হয়েছেন। সেই রহস্যের জট খুলতে শুরু করেন কাকাবাবু আর সন্তু, গড়াতে থাকে গায়ে কাঁটা দেওয়া রহস্য-রোমাঞ্চে মোড়া চিত্রনাট্য!

advertisement

আরও পড়ুন: "৩২ টার মধ্যে ২৮ টাই ভুলে গেছো", জন্মদিনে প্রয়াত ইরফানকে মন কেমনের চিঠি সুতপার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে বক্স অফিসে ‘কাকাবাবু’-র প্রতিযোগিতা বিস্তর। সেই একই দিনে মুক্তি পেতে পারে আরও দু’টি ছবি। সেগুলির মধ্যে একটি উইন্ডোজ প্রোডাকশনের ‘ বাবা বেবি ও...’। দুই যমজ সন্তানকে তাদের বাবা কী ভাবে একা হাতে সামলাবে, তা নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত এবং শোলাঙ্কি রায়কে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kakababur Protyaborton: প্রসেনজিৎকে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর জন্য শুভেচ্ছা অমিতাভ বচ্চনের, ডাকলেন 'বুম্বা' বলেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল