‘দ্য ট্রায়াল’ দিয়ে প্রথমবার ওটিটিতে পদার্পণ করলেন কাজল। এই ওয়েব সিরিজের প্রচারে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারেই বিতর্কিত মন্তব্যটি করে বসেন কাজল৷ ‘‘শাহরুখকে কী প্রশ্ন করতে চান?’’ সঞ্চালকের এই প্রশ্নের জবাবে কাজল বলেন ,‘‘পাঠানের সত্যিই বক্স অফিস কালেকশন কত?’’৷ এরপরেই কাজলের হাসি৷
আরও পড়ুন: ‘আদিপুরুষ’-এর চেয়ে অনেক কম বাজেটে চাঁদে পাড়ি চন্দ্রযান -৩-এর, ফের বিতর্কে বলিপাড়়া
advertisement
কাজল এর চেয়ে বেশি কিছু বলেননি৷ তবে এতেই বিতর্ক দানা বাঁধে৷ ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকেই মনে করছেন পাঠানের বক্স অফিস কালেকশন নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এক ব্যক্তি লিখেছেন,‘‘আমার প্রথম থেকেই সন্দেহ ছিল৷ ধন্যবাদ কাজল ম্যাম আমাদের একটা ক্লু দেওয়ার জন্য৷’’
আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন! OTT-তে পা রাখতেই ভোলবদল কাজলের, ভাঙলেন ৩১ বছরের নিয়ম
অবশ্য অনেকেই আবার ব্যাপারটাকে নেহাত মজা বলেই ভেবেছেন৷ কেউ কেউ আবার মনে করছেন যতটা বলা হয়েছে পাঠানের আয় আসলে তার চেয়ে বেশি৷ আর এটাই বলতে চেয়েছেন কাজল৷ তবে এসবই নেটিজেনদের ধারণা৷ বন্ধুর সাফল্যে বেশ খুশি কাজল, কিছুদিন আগেই অন্য একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি৷