TRENDING:

Kajol: কাপড়ের আড়ালে পোশাক বদলের ভয়াবহ অভিজ্ঞতা! ভ্যানিটি ভ্যান নিয়ে কৃতজ্ঞ কাজল থেকে জয়া

Last Updated:

সেই সময় সাড়ে ছয় ফুট বা সাত ফুটের একটা চাদর দেওয়া হত। তার আড়ালেই চলত পোশাক বদল থেকে সাজগোজ সমস্তটা। সঙ্গে কেবল থাকতেন একজন হেয়ার ড্রেসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৯০ এর দশকে পর্দায় আবির্ভাব হয়েছিল কাজলের। তারপর থেকে এখনও পর্যন্ত সমানভাবে ছক্কা হাঁকাচ্ছেন অজয় ঘরনি। ইতিমধ্যেই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৫ বছর পার করে ফেলেছেন কাজল। ইন্ডাস্ট্রির নানা বদল ঘটেছে তার সামনে। ঠিক কতটা বদলেছে ইন্ডাস্ট্রি? এ বিষয়ে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন “বর্তমানে আমরা ভ্যানিটি ভ্যান পাই।  যখন কাজ শুরু করেছিলাম তখন ছিল না। একজন মহিলা হিসেবে আমি বলে বোঝাতে পারব না এর জন্য আমি ঠিক কতটা কৃতজ্ঞ। এটি থাকায় যে কত যে সুবিধা হয়েছে তা বলে বোঝানোর মতো নয়। সেই সময় সাড়ে ছয় ফুট বা সাত ফুটের একটা চাদর দেওয়া হত। তার আড়ালেই চলত পোশাক বদল থেকে সাজগোজ সমস্তটা। সঙ্গে কেবল থাকতেন একজন হেয়ার ড্রেসার।”
advertisement

কাজলের কথা শুনে অবাক হয়ে যান ‘লাস্ট স্টোরি টু’-এর পরিচালক অমিত শর্মা। তিনি জানতে চান সত্যিই এমনটা হত কিনা কাজল তাতে ইতিবাচক উত্তর দেন। এই সিরিজে খুব শীঘ্রই দেখা যাবে কাজলকে ইতিমধ্যেই সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: ‘মুকুট’ ছেড়ে শ্রীপর্ণা এবার ‘গাঁটছড়া’য়! কোন চরিত্রে আসছেন তিনি? জেনে নিন

advertisement

প্রসঙ্গত, ভ্যানিটি ভ্যানের বিষয়ে জয়া বচ্চনও মুখ খুলেছিলেন। একটি সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন আউটডোর শুটিংয়ে ভ্যানিটি ভ্যানের ছিল না। এর ফলে অভিনেত্রীদেরই সমস্যায় পড়তে হত।

আরও পড়ুন: ‘একই ছবিতে ঋত্বিক আর ঋতাভরী নয়’, বললেন মৈনাক, কী পরিকল্পনা পরিচালকের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্টে এসে বলেছিলেন ভ্যানিটি ভ্যান না থাকায় শুটিংয়ের সেটে নানা অসুবিধা হতো। পাশাপাশি আউটডোরে আরও বেশি সমস্যা হতো। শৌচাগারেরও ব্যবস্থা থাকত না। সেই সময় ঝোপঝাড়ে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতে হত। এমনকি মাঠে বা পাহাড়ে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হত। যা ছিল খুবই লজ্জাজনক।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol: কাপড়ের আড়ালে পোশাক বদলের ভয়াবহ অভিজ্ঞতা! ভ্যানিটি ভ্যান নিয়ে কৃতজ্ঞ কাজল থেকে জয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল