কাজলের কথা শুনে অবাক হয়ে যান ‘লাস্ট স্টোরি টু’-এর পরিচালক অমিত শর্মা। তিনি জানতে চান সত্যিই এমনটা হত কিনা কাজল তাতে ইতিবাচক উত্তর দেন। এই সিরিজে খুব শীঘ্রই দেখা যাবে কাজলকে ইতিমধ্যেই সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: ‘মুকুট’ ছেড়ে শ্রীপর্ণা এবার ‘গাঁটছড়া’য়! কোন চরিত্রে আসছেন তিনি? জেনে নিন
advertisement
প্রসঙ্গত, ভ্যানিটি ভ্যানের বিষয়ে জয়া বচ্চনও মুখ খুলেছিলেন। একটি সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন আউটডোর শুটিংয়ে ভ্যানিটি ভ্যানের ছিল না। এর ফলে অভিনেত্রীদেরই সমস্যায় পড়তে হত।
আরও পড়ুন: ‘একই ছবিতে ঋত্বিক আর ঋতাভরী নয়’, বললেন মৈনাক, কী পরিকল্পনা পরিচালকের
নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্টে এসে বলেছিলেন ভ্যানিটি ভ্যান না থাকায় শুটিংয়ের সেটে নানা অসুবিধা হতো। পাশাপাশি আউটডোরে আরও বেশি সমস্যা হতো। শৌচাগারেরও ব্যবস্থা থাকত না। সেই সময় ঝোপঝাড়ে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতে হত। এমনকি মাঠে বা পাহাড়ে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হত। যা ছিল খুবই লজ্জাজনক।